বহুদিন ধরেই জল্পনা চলছিল সানিয়া মির্জা ও শোয়েব মালিক বিচ্ছেদের পথে হাঁটছেন। তাঁদের মধ্যে দূরত্ব বাড়ছে। অবশেষে সে গুঞ্জনই সত্যি হলো। সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের আলোচনার মাঝেই ফের বিয়ে করে ফেললেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিক।
খবর প্রকাশিত: ২০ জানুয়ারী, ২০২৪, ০৫:৩১ পিএম
বহুদিন ধরেই জল্পনা চলছিল সানিয়া মির্জা ও শোয়েব মালিক বিচ্ছেদের পথে হাঁটছেন। তাঁদের মধ্যে দূরত্ব বাড়ছে। অবশেষে সে গুঞ্জনই সত্যি হলো। সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের আলোচনার মাঝেই ফের বিয়ে করে ফেললেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিক।
শনিবার (২০ জানুয়ারি) এক্সে (টুইটার) নিজের বিয়ের দুটি ছবি পোস্ট করেন শোয়েব। সেখানে দেখা যায় তিনি পাক অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন। দুজনের পরনেই বিয়ের পোশাক।
ছবিগুলো পোস্ট করে শোয়েব মালিক একটি ধর্মীয় বাণী উল্লেখ করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি।
শোয়েবের নতুন স্ত্রী সানা জাভেদ হলেন একজন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী।
দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২০১০ সালে বিয়ে করেন সানিয়া মির্জা ও শোয়েব মালিক। আলোচনায় উঠে আসে তাঁদের সম্পর্ক। ভারত ও পাকিস্তানের মতো দুই দেশের নাগরিক হয়েও এক ছাদের তলায় সংসার করছিলেন দুজন। তাঁদের একটি পুত্রসন্তানও আছে। কিন্তু কয়েক মাস ধরেই তাঁদের বিয়েবিচ্ছেদ নিয়ে আলোচনা চলছিল। শোনা যাচ্ছিল তাঁরা আর একসঙ্গে নেই। তাঁদের বিচ্ছেদ আসন্ন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শোয়েবের সঙ্গে সমস্ত ছবি মুছে ফেলেছেন সানিয়া, যা এই জল্পনাকে আরো বাড়িয়ে তোলে। অবশেষে সেই জল্পনাকে সত্য প্রমাণ করলেন শোয়েব।