NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
৫০ কোটির প্রকল্প ২৫ কোটিতেই সম্পন্ন, প্রধান উপদেষ্টার প্রশংসা আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা মহান মে দিবস আজ আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ তিন নায়কের প্রতিদ্বন্দ্বিতা, জমজমাট ঢালিউড চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা
Logo
logo

কলকাতার গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে যা বললেন বুবলী


খবর   প্রকাশিত:  ১৫ জানুয়ারী, ২০২৪, ০৯:৪৯ পিএম

কলকাতার গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে যা বললেন বুবলী

টালিগঞ্জের ছবিতে অভিষেক হতে চলেছে অভিনেত্রী শবনম বুবলীর। ‘ফ্ল্যাশব্যাক’ নামের ছবিটি পশ্চিমবঙ্গের হলেও এটির পরিচালক ও চিত্রনাট্যকার বাংলাদেশের। এটি নির্মাণ করছেন রাশেদ রাহা এবং গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা খায়রুল বাসার নির্ঝর।

fnxhnj
‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার সংবাদ সম্মেলনে বুবলী

এরই মধ্যে ছবিটি নিয়ে গতকাল রবিবার দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলে হয়ে গেল সংবাদ সম্মেলন।

প্রথমবার সীমানা পেরিয়ে ভারতের গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হলেন বুবলী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন টালিউডের আলোচিত অভিনেতা সৌরভ। ছিলেন নির্মাতা রাশেদ রাহাসহ অন্য কুশীলবরাও।

 

xnxfn
কলকাতার গণমাধ্যমকর্মীদের মুখোমুখি বুবলী ও সৌরভ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংবাদ সম্মেলনের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন বুবলী।

কলকাতার গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে বুবলী লিখেছেন, ‘আমাকে সুন্দরভাবে স্বাগত জানানোর জন্য কলকাতার সম্মানিত সাংবাদিকদের ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা এই ভালোবাসা ও সম্মান জানানোর জন্য।’

 

fgcnh
নির্মাতা রাশেদ রাহা সঙ্গে বুবলী 

সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বুবলী বলেন, ‘২০২৪ সালে আমার সিনেমার যাত্রা শুরু হচ্ছে টালিউড ইন্ডাট্রির ছবি দিয়ে। এই ইন্ডাস্ট্রিতে এটা আমার প্রথম ছবি।

এমন একটি ছবিতে কাজের মাধ্যমে বছর শুরু হওয়া সৌভাগ্যের। সব কিছু মিলে মনে হচ্ছে বিশেষ কিছুই হতে যাচ্ছে।’

 

‘ফ্ল্যাশব্যাক’ সিনেমায় এক চলচ্চিত্র নির্মাতার চরিত্রে অভিনয় করবেন বুবলী। ছবিতে ওপার বাংলার গুণী অভিনেতা-পরিচালক কৌশিক গাঙ্গুলীর সঙ্গে অভিনয় করবেন বুবলী, আরো আছেন সৌরভ দাস।

fxng
‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার টিমের সঙ্গে বুবলী 

সিনেমার গল্প প্রসঙ্গে খায়রুল বাসার নির্ঝর জানান, ছবির গল্পে কৌশিক গাাঙ্গুলী থিয়েটার জগতের নামকরা ব্যক্তিত্ব অঞ্জন।

বহুদিন ধরে মঞ্চ থেকে দূরে থাকলেও অঞ্জন বাস্তবে মোটেও অভিনয় ছাড়েনি। সৌরভ দাস ওরফে ডিকে ভবঘুরে মানুষ। শবনম বুবলীর পর্দা নাম শ্বেতা।

 

কলকাতার পাশাপাশি ভারতের পাহাড়ি এলাকায় হবে শুটিং। ‘এ ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট’ ও ‘বিগ আর এন্টারটেইনমেন্ট’-এর প্রযোজনায় চলতি বছরই ভারতে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে, জানিয়েছেন পরিচালক রাশেদ রাহা। শুটিংয়ে অংশ নিতে এরই মধ্যে কলকাতায় হাজির হয়েছেন বুবলী।