ব্যাটিং-বোলিং কোনো বিভাগেই নিউজিল্যান্ডের সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। ফলও যা হওয়ার তা-ই হয়েছে। অকল্যান্ডে প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের কাছে ৪৬ রানে হেরেছে সফরকারী পাকিস্তান।
অধিনায়ক হিসেবে শুরুটা তাই ভুলে যাওয়ার মতো হয়েছে শাহিন শাহ আফ্রিদির।
খবর প্রকাশিত: ১৪ জানুয়ারী, ২০২৪, ১০:৪৪ এএম
ব্যাটিং-বোলিং কোনো বিভাগেই নিউজিল্যান্ডের সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। ফলও যা হওয়ার তা-ই হয়েছে। অকল্যান্ডে প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের কাছে ৪৬ রানে হেরেছে সফরকারী পাকিস্তান।
অধিনায়ক হিসেবে শুরুটা তাই ভুলে যাওয়ার মতো হয়েছে শাহিন শাহ আফ্রিদির।
টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে এর চেয়ে বড় স্কোর নেই আর একটিও।
আইয়ুবের ৮ বলে ২৭ রানের ইনিংসে ২.২ ওভারে ৩৩ রান তোলে পাকিস্তান। রানআউট হন এই ওপেনার।
এর আগে কিউইদের বড় সংগ্রহ এনে দেন কেন উইলিয়ামসন, ডেরিল মিচেল, মার্ক চ্যাপম্যানরা। উইলিয়ামসন ৫৭, মিচেল ৬১, গ্লেন ফিলিপস ১৯ ও চ্যাপম্যান ২৬ রান করেন। তিনটি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি ও আব্বাস আফ্রিদি।