তেমন কোনো বড় তারকা নেই। নেই কোনো অ্যাকশন, শরীর কাঁপানো মিউজিক। সিম্পল একটা গল্প, যা বাস্তব জীবন থেকে নেওয়া। আর পরিচালকের অপূর্ব নির্মাণ।
খবর প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৫৩ পিএম
তেমন কোনো বড় তারকা নেই। নেই কোনো অ্যাকশন, শরীর কাঁপানো মিউজিক। সিম্পল একটা গল্প, যা বাস্তব জীবন থেকে নেওয়া। আর পরিচালকের অপূর্ব নির্মাণ।
সম্প্রতি সামাজিক মাধ্যমে রীতিমতো আলোড়ন তৈরি করেছেন বিক্রান্ত ম্যাসি অভিনীতি চলচ্চিত্র ‘টুয়েলভথ ফেইল’। ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা এক্স (টুইটার), প্রশংসার ফুলঝুরি যে চলচ্চিত্রকে ঘিরে, সেটি ‘টুয়েলভথ ফেইল’। সিনেমাপ্রেমীদের পজিটিভ রিভিউ এবং সমালোচকদের তুমুল প্রশংসায় মনোমুগ্ধকর চলচ্চিত্রটি এবার বিশ্বের মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম আইএমডিবের রেটিংয়েও জাদু দেখিয়েছে।
বিধু বিনোদ চোপড়ার সাম্প্রতিক চলচ্চিত্রটি আইএমডিবিতে ভারতীয় চলচ্চিত্র হিসেবে সর্বোচ্চ রেটিং অর্জন করেছে। আলোচিত সিনেমাটিকে আইএমডিবি প্ল্যাটফর্মে ৯.২ রেট দেওয়া হয়েছে, যা ২০২৩ সালের বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে বিগ বাজেটের চলচ্চিত্র ‘ওপেনহাইমার’ (৮.৪) এবং ‘বার্বি’কেও (৬.৯) ছাড়িয়ে গেছে।
২০২৩ সালের শেষভাগে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি শুধু সর্বোচ্চ রেটেড ভারতীয় চলচ্চিত্রই নয়, আইএমডিবিতে ২০২৩ সালে বিশ্ব অঙ্গনে মুক্তিপ্রাপ্ত সর্বোচ্চ রেটেড চলচ্চিত্র হিসেবেও শীর্ষস্থানে রয়েছে। আইএমডিবিতে কমপক্ষে ২০ হাজার ব্যবহারকারীর ভোট পাওয়া চলচ্চিত্রগুলোর মধ্যে তালিকার শীর্ষে রয়েছে ‘টুয়েলভথ ফেইল’ (৯.২)।
‘টুয়েলভথ ফেইল’ আইএমডিবিরর শীর্ষ ২৫০ ভারতীয় চলচ্চিত্রের তালিকার শীর্ষেও জায়গা করে নিয়েছে।
‘টুয়েলভথ ফেইল’ ভারতের চম্বলে বসবাসকারী মনোজ শর্মার গল্প নিয়ে নির্মিত, যিনি বর্তমানে ভারতের একজন সম্মানিত আইপিএস অফিসার।
মনোজ ছিল অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। বাবা সৎ ব্যক্তি বিধায় দুর্নীতিবাজদের গ্যাড়াকলে পড়ে চাকরি হারায়।
বিধু বিনোদ চোপড়া পরিচালিত সিনেমাটিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি। আরো রয়েছেন মেধা শঙ্কর, অনন্ত জোশি, আংশুমান পুস্কার ও প্রিয়ানসু চ্যাটার্জির মতো অভিনেতা। মাত্র ২০ কোটি বাজেটে নির্মিত সিনেমাটি বক্স অফিসে আয় করে ৬৬ কোটির বেশি। হলে দর্শকপ্রিয়তা পাওয়ায় ২৯ ডিসেম্বর মুক্তি দেওয়া হয় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে।