হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর ১২ দিন হাসপাতালে কাটিয়ে অবশেষে আজ বাসায় ফিরেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, প্রত্যাশামতোই তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। দ্রুতই ফেডারেশনের কর্মচাঞ্চল্যের মধ্যে তাঁকে দেখার আশা।
গত ১৬ ডিসেম্বর হঠাৎই অসুস্থ বোধ করলে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।