NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
৫০ কোটির প্রকল্প ২৫ কোটিতেই সম্পন্ন, প্রধান উপদেষ্টার প্রশংসা আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা মহান মে দিবস আজ আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ তিন নায়কের প্রতিদ্বন্দ্বিতা, জমজমাট ঢালিউড চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা
Logo
logo

গেঞ্জি-হাফপ্যান্ট পরে বিয়ে করতে আসার কারণ জানালেন আমির জামাতা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫২ এএম

গেঞ্জি-হাফপ্যান্ট পরে বিয়ে করতে আসার কারণ জানালেন আমির জামাতা

বছর শুরুতেই আমির খানের বাড়ি বিয়ের সাজে সেজে উঠছিল। গত ৩ জানুয়ারি বিয়ে করেছেন আমির খানের মেয়ে ইরা খান ও তাঁর জিম ট্রেনার প্রেমিক নূপুর শিখরে। মুম্বাইয়েই বসেছিল তাঁদের বিয়ের আসর। আমিরের প্রথম স্ত্রী রিনার বাড়িতেই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হলো।

 
বিয়েতে সাবেকি সাজই বেছে নিয়েছিলেন ইরা। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ইরার স্বামী নূপুর শিখরের সাজ নিয়ে। তাঁর সাজে ছিল অন্যরকম চমক। শেরওয়ানি, পঞ্জাবি নয়—কালো রঙের গেঞ্জি ও সাদা হাফপ্যান্ট পরে বিয়ের মঞ্চে এসে উঠেছিলেন তিনি!

 

বরের পোশাকে এমন অপ্রত্যাশিত চমক কেন? সমালোচনা কম শুনতে হয়নি আমির-কন্যাকে।

 
এত দিন পর নিজের সাজপোশাক নিয়ে মুখ খুললেন আমিরের জামাই।

 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে ইরা ও নূপুরের আইনি বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিয়ো। সেই ভিডিয়োর বিবরণীতেই লুকিয়ে আছে নূপুরের উত্তর। পেশায় ফিটনেস প্রশিক্ষক নূপুর।

 
শরীরচর্চা তাঁর জীবনযাপনের অংশ নয় শুধু , তাঁর পরিচয়েরও একটা বড় অংশ। তা ছাড়াও, সম্পর্কের শুরুর দিক থেকেই নাকি দৌড়াতে দৌড়াতেই ইরার সঙ্গে দেখা করতে যেতেন নূপুর। তাই ইরার সঙ্গে নিজের বিয়ের দিনের সেই স্মৃতিকে আরও এক বার স্মরণ করে রাখতেই ঘোড়ায় চড়ে নয়, আট কিলোমিটার দৌড়ে বিয়ের মঞ্চে এসে পৌঁছেছিলেন আমির জামাতা। দৌড়নোর সময় তো আর শেরওয়ানি পরা যায় না, তাই গেঞ্জি ও শর্টসই পরেছেন তিনি।

 

মুম্বাইয়ে আইনি বিয়ের পর উদয়পুরে সাবেকি রীতিতে বিয়ে করছেন ইরা ও নূপুর।

 
ইতিমধ্যেই সেখানে গিয়ে পৌঁছেছেন বর, কনে, আমির ও তাঁর প্রাক্তন স্ত্রী রিনা দত্ত। আসতে শুরু করেছেন যুগলের বন্ধুরাও। উদয়পুরে আজ থেকে আগামী ১০ জানুয়ারি জাঁকজমকপূর্ণ আয়োজনে হতে চলেছে ইরা ও নূপুরের বিয়ে।