NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
৫০ কোটির প্রকল্প ২৫ কোটিতেই সম্পন্ন, প্রধান উপদেষ্টার প্রশংসা আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা মহান মে দিবস আজ আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ তিন নায়কের প্রতিদ্বন্দ্বিতা, জমজমাট ঢালিউড চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা
Logo
logo

অ্যানিমেলের বিরুদ্ধে নকলের অভিযোগ!


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

অ্যানিমেলের বিরুদ্ধে নকলের অভিযোগ!

‘অ্যানিমেল’ ঘিরে দর্শক প্রত্যাশা ছিল অনেক। তবে সিনেমাটি এভাবে রাজত্ব করবে বক্স অফিসে, তা হয়তো কেউ ভাবেনি। শুধু রাজত্বই নয়, মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়েছে সিনেমাটি। তবে এই সিনেমায় মাত্র ১৫ মিনিটের দৃশ্য ছিল ববি দেওলের।

 
কিন্তু সেটাকেই হাতিয়ার করে জোরদার কামব্যাক করলেন এই অভিনেতা। তাঁর অভিনীত চরিত্রটি দর্শকদের দারুণ নজর কেড়েছে। দেখতে দেখতে ‘অ্যানিমেল’ মুক্তি পেয়েছে যে তার এক মাস হয়ে গেছে। তবু এখনো চর্চায় আছে এই ছবি এবং ববির চরিত্র।
 
এবার এই ছবি নিয়ে নতুন একটি বিতর্কের কথা শোনা যাচ্ছে।

 

nhbjgjvfgk
‘অ্যানিমেল’ সিনেমার দৃশ্য 

এর আগেও শোনা গিয়েছিল যে ‘অ্যানিমেল’ ছবিটিতে নাকি একাধিক ছবির দৃশ্য কপি করে বানানো হয়েছে। এবার বিতর্ক উঠল রণবীর কাপুর ও ববি দেওলের মারপিটের দৃশ্য নিয়ে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিটিতে শেষের মারপিটের দৃশ্যটি নাকি ববি দেওল অভিনীত ‘আশিক’ ছবির দৃশ্যের সঙ্গে মিল রয়েছে।

 

 

২০০১ সালে মুক্তি পেয়েছিল ‘আশিক’। এই ছবিটিতে অভিনয় করেছিলেন ববি দেওল। এই ছবিরই একটি অ্যাকশন দৃশ্যের সঙ্গে দর্শকরা ‘অ্যানিমেল’ ছবির ক্লাইমেক্স দৃশ্যের মারপিটের সঙ্গে মিল পেয়েছেন। প্রথমে এক ব্যক্তি এই মিল তুলে ধরেন, পরে তাতে অনেকেই সমর্থন করেন। রানওয়েতে শার্ট ছাড়া রণবীর ও ববি যেভাবে মারপিট করছিলেন সেটার সঙ্গে ‘আশিক’ ছবির দৃশ্যের মিল পেয়েছেন নেটিজেনরা।

 

 

সদ্য ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, রাহুল দেব শার্টবিহীন দাঁড়িয়ে, অন্যদিকে রক্ত মেখে সাদা শার্ট এবং জিন্স পরে দাঁড়িয়ে ববি। সেই ক্লিপ পোস্ট করে এই ব্যক্তি লিখেছেন, “মনে হয় ভুল ‘অ্যানিমেল’ ছবিটি ডাউনলোড করে নিয়েছি।” তাতে অনেকেই তাঁকে সমর্থন জানিয়েছেন।

আরেক ব্যক্তি লিখেছেন, ‘ভাঙ্গা কপি পেস্ট করে করেই গেলেন!’ আরেকজন লেখেন, ‘আমি নিশ্চয় সন্দীপ রেড্ডি ভাঙ্গা এই ছবিটি দেখে এখান থেকেই সিনটা টুকেছেন।’

তবে এটাই প্রথম নয়, ‘অ্যানিমেল’ ছবির ট্রেলার বেরোনোর পর থেকে লাগাতার টুকলির অভিযোগ উঠেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার বিরুদ্ধে। ‘হুয়া ম্যায়’ গানটির একটি দৃশ্য নাকি ‘শেডস অব গ্রে’ থেকে নেওয়া। আরেকটি মারপিটের দৃশ্য কোরিয়ান ছবি থেকে তুলে বানানো হয়েছে বলেও অভিযোগ উঠেছিল।

‘অ্যানিমেল’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। তাঁর বাবার ভূমিকায় রয়েছেন অনিল কাপুর। স্ত্রীর ভূমিকায় রাশমিকা মান্দানা। খলনায়ক হিসেবে অভিনয় করেছেন ববি দেওল। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শক্তি কাপুর ও তৃপ্তি দিমরি। গত ডিসেম্বরে মুক্তি পেয়েছে সিনেমাটি।