দৃশ্যটা ভাবুন একবার, মাঠে সেলেসাওরা খেলছে আর ডাগ আউটে স্পেশাল ওয়ান জোসে মরিনহো, পুরো ক্যারিয়ার যার অর্জন আর বিতর্কে ভরা। এমন কিছু আদৌ সম্ভব কি না, তা সময়ই বলবে। তবে গুঞ্জন কিন্তু ডালপালা মেলছে। ব্রাজিল কোচহীন হয়ে আছে।
খবর প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ১১:০১ পিএম
দৃশ্যটা ভাবুন একবার, মাঠে সেলেসাওরা খেলছে আর ডাগ আউটে স্পেশাল ওয়ান জোসে মরিনহো, পুরো ক্যারিয়ার যার অর্জন আর বিতর্কে ভরা। এমন কিছু আদৌ সম্ভব কি না, তা সময়ই বলবে। তবে গুঞ্জন কিন্তু ডালপালা মেলছে। ব্রাজিল কোচহীন হয়ে আছে।
মরিনহোর রোমায় চুক্তি আছে আগামী জুন পর্যন্ত। অর্থাৎ চাইলে এখন তিনি অন্য কোনো দলের সঙ্গে আলাপ চালাতেই পারেন।
খবর বেরিয়েছে রোমা কর্তৃপক্ষই নতুন কোচ খুঁজছে।