NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

একদিনে ২৩ উইকেটের পতন কেপ টাউনে পেস আগুণে পুড়ছেন ব্যাটাররা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

একদিনে ২৩ উইকেটের পতন কেপ টাউনে পেস আগুণে পুড়ছেন ব্যাটাররা

কেপ টাউনের নিউল্যান্ডসের বাইশ গজের জমিনে পেস ঝড়ে একেবারে নাভিঃশাস্ব অবস্থা ব্যাটারদের। প্রথমে মোহাম্মদ সিরাজের আগুণে গোলায় পুড়ে ছাড়খার হয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। নিজেদের চিরচেনা মাঠে প্রোটিয়ারা গুঁড়িয়ে গেছে মোটে ৫৫ রানে। ভারতের বিপক্ষে টেস্টে যা কোনো দলের সর্বনিম্ন দলীয় স্কোর।

 

স্বাগতিকদের অল্প রানে আটকে রেখে ভালোই এগোচ্ছিল ভারত। ৪ উইকেটে তারা করে ফেলে ১৫৩ রান। পেস বোলিংয়ের দুর্দান্ত প্রদর্শনী দেখিয়ে সফরকারীদের ওই স্কোরেই থামিয়ে দেয় প্রোটিয়া পেসত্রয়ী-কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি এবং নন্দ্রে বারগার।
এরপর দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ১৭ ওভার ব্যাটিং করে ৬২ রান তুলতে ৩ উইকেট হারিয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা।
 
পেসারদের শাসনের ম্যাচে সবমিলিয়ে কেপ টাউনে প্রথম দিনেই উইকেট পড়েছে মোট ২৩টি। দক্ষিণ আফ্রিকার ১৩টি এবং ভারত হারিয়েছে ১০টি। এই ২৩ উইকেটের সবগুলোই নিয়েছেন পেসাররা। 
পেসারদের আগুণে গোলায় রেকর্ড বইয়ের পাতা ওল্টাতে হয়েছে বারবার।
 
আজ কেপ টাউনে মোট উইকেট পড়েছে ২৩টি। টেস্টের প্রথম দিনে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট পড়ার নজির এটি। টেস্টের প্রথম দিনে সবচেয়ে বেশি ২৫ উইকেট পরেছিল ১৯০২ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্টে। 
এছাড়া ১৮৯০ সালে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ওভাল টেস্টের প্রথম দিন পরেছিল ২২ উইকেট। ১৯৫১ সালে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে অনুষ্ঠিত অ্যাডিলেড টেস্টের প্রথম দিনেও ২২ উইকেটের পতন ঘটেছিল।
 
এছাড়া ১৮৯৬ সালে পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিনেও পতন ঘটেছিল ২১ উইকেট। 
 টেস্টের এক দিনে সবচেয়ে বেশি উইকেট পতনের নজির অবশ্য এগুলোর একটিও নয়। কেপ টাউন টেস্টের রেকর্ডটা এ তালিকায় যৌথভাবে পঞ্চম স্থানে। টেস্টের নির্দিষ্ট একদিনে সবচেয়ে বেশি উইকেট পরার ঘটনাটি ঘটেছিল ১৮৮৮ সালে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ওই ম্যাচের দ্বিতীয় দিনে পরেছিল ২৭ উইকেট। টেস্টের নির্দিষ্ট একটি দিনে সবচেয়ে বেশি উইকেট পরার ওই রেকর্ডটাই এখনো অক্ষত। এরপর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মেলবোর্ন টেস্ট। ১৯০২ সালের যে ম্যাচের প্রথম দিন পরেছির ২৫ উইকেট। 
এছাড়া ১৮৯৬ সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ওভাল টেস্টের দ্বিতীয় দিনে পরেছিল ২৪ উ্ইকেট। ২০১৮ সালে ভারত ও আফগানিস্তানের বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিনেও পরেছিল ২৪ উ্ইকেট। টেস্টের দ্বিতীয় দিনে ২৩ উইকেট পরার নজিরও আছে একটি।