কেপ টাউনের নিউল্যান্ডসের বাইশ গজের জমিনে পেস ঝড়ে একেবারে নাভিঃশাস্ব অবস্থা ব্যাটারদের। প্রথমে মোহাম্মদ সিরাজের আগুণে গোলায় পুড়ে ছাড়খার হয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। নিজেদের চিরচেনা মাঠে প্রোটিয়ারা গুঁড়িয়ে গেছে মোটে ৫৫ রানে। ভারতের বিপক্ষে টেস্টে যা কোনো দলের সর্বনিম্ন দলীয় স্কোর।