NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

নতুন অভিবাসন নীতিতে শঙ্কায় ফ্রান্স প্রবাসীরা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৩০ এএম

নতুন অভিবাসন নীতিতে শঙ্কায় ফ্রান্স প্রবাসীরা

ফ্রান্সে নতুন অভিবাসন নীতি কার্যকর হলে দেশটিতে অভিবাসনপ্রক্রিয়া আরও জটিল ও কঠিন হয়ে উঠবে। নতুন নীতি অনুযায়ী, পারিবারিক পুনর্মিলন ভিসার জন্য আবেদনকারীদের ফ্রান্সে থাকার সময়সীমা ১৮ মাস থেকে বাড়িয়ে ২৪ মাস করা হয়েছে।

 

এছাড়া, ভিসার আবেদনকারীদের ফরাসি ভাষার ন্যূনতম বি১ স্তরের দক্ষতা প্রদর্শন করতে হবে। গেল ৪০ বছরের ইতিহাসে ফ্রান্সে এমন কঠিন অভিবাসন নীতি হয়নি বলে জানিয়েছেন অনেকে।

ফ্রান্সের অভিবাসন আইন পরিবর্তন নিয়ে বছরখানেক আগে থেকেই দেশটিতে তুমুল আলোচনা আর বিতর্ক চলে আসছে। পার্লামেন্টেও আইনের খসড়া নিয়ে ভোটাভুটি হয়েছে। পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ সমর্থনে এরইমধ্যে বিলটি পাস হয়েছে।

 

অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠনের নেতারা বলছেন, এই আইন কার্যকর হলে পারিবারিক পুনর্মিলন ভিসা প্রক্রিয়া যেমন কঠিন হবে তেমনি দেশ থেকে ফ্রান্সের কেউ আসতে গেলে আগে তাকে ফরাসি ভাষা রপ্ত করতে হবে।

 
 
 
 

সলিডারিটি আঁজি ফ্রান্স সভাপতি নয়ন এন কে বলেন, যারা বাংলাদেশ থেকে পরিবার আনতে চাচ্ছে, তাদের জন্য অনেকটা কঠিন হয়ে যাবে। আগে ১৮ মাস এখানে নিয়মতি থাকার পর আবেদন করতে পারত, এখন ২৪ মাস অপেক্ষা করতে হবে আবেদন করার জন্য।

নতুন এই অভিবাসন নীতি কার্যকর হলে দেশটিতে বৈধতা পাওয়াসহ প্রশাসনিক নানা বিষয় আরও জটিল ও কঠিন হতে পারে বলে শঙ্কা জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। গেল ৪০ বছরে ফ্রান্সে এমন অভিবাসন নীতি হয়নি জানিয়ে বাংলাদেশি একজন আইনজীবী জানিয়েছেন, চূড়ান্তভাবে এই আইন কার্যকরের আগে আরও কাটছাঁট হবে, তাই এখনই খুব বেশি ভয় পাওয়ার আহ্বান জানান তিনি।

আইনজীবী আকাশ হেলাল বলেন, আইনটি কিন্তু এখনও পাস হয়নি। এই সপ্তাহে ফ্রান্সের সাংবিধানিক কোর্টে সাবিমট করা হয়েছে। চূড়ান্ত পর্যায়ে কিছু অংশ বাতিল হয়ে যেতে পারে অথবা কিছু অংশ থেকে যেতে পারে।

নতুন অভিবাসন নীতির বিভিন্ন বিষয় নিয়ে এখন যেমন সভা-সেমিনার চলছে তেমনি শুরু হয়েছে তীব্র আন্দোলনও। সব প্রক্রিয়া শেষ করে নতুন বছরের শুরুর দিকেই এই আইন কার্যকর করার কথা রয়েছে ।