NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

চবিতে বিজ্ঞান মেলায় লাখ টাকা পুরস্কার


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৫০ এএম

>
চবিতে বিজ্ঞান মেলায় লাখ টাকা পুরস্কার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সায়েন্টিফিক সোসাইটি (সিইউএসএস) আয়োজন করতে যাচ্ছে ‘সায়েন্স কার্নিভাল ২.০’।  

আগামী ৯ জুন এ মেলা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম অঞ্চলের বিশ্ববিদ্যালয়, উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন। এতে প্রতিযোগিদের জন্য থাকছে এক লাখ টাকা সমমূল্যের পুরস্কার।

সায়েন্টিফিক সোসাইটির দিনব্যাপী এই বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।

সায়েন্টিফিক সোসাইটির দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত শিক্ষার্থীদের পাশাপাশি নিজেদের উদ্ভাবিত প্রজেক্ট প্রদর্শন করবেন চট্টগ্রামের বিভিন্ন স্কুল-কলেজের ক্ষুদে শিক্ষার্থীরাও। নিজেদের ব্যক্তিগত প্রজেক্ট প্রদর্শনের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য থাকছে তাৎক্ষণিক বক্তৃতা, বিজ্ঞান কথনের মতো নানা আয়োজন। পুরো আয়োজনে প্রজেক্ট প্রদর্শন, পোস্টার প্রদর্শন, বিজ্ঞান হ্যাকাথন, সকার রোবটিক্স, বিজ্ঞান কথন এবং উপস্থিত বক্তৃতা বিভাগে অংশগ্রহণকারী সকল বিজয়ী প্রতিযোগীদের জন্য টি-শার্ট, সার্টিফিকেটের পাশাপাশি থাকছে নানা পুরস্কার।

দিনব্যাপী বিজ্ঞান মেলার সহ-আয়োজক রেড-গ্রিন রিসার্চ সেন্টার, সেন্টার ফর ক্যান্সার রিসার্চ এন্ড ট্রেনিং, বাংলাদেশ, আইইইই রোবোটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটি, বুয়েট রোবোটিক্স সোসাইটি, বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং প্রিমিয়ার ইউনিভার্সিটি রোবোটিক্স ক্লাব। এই আয়োজনের স্ট্রেটেজিক পার্টনার বায়োলজি ফ্যাকাল্টি কো কারিকুলার সোসাইটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোবোটিক্স ও ইনোভেশন ক্লাব।

চবি সাইন্টিফিক সোসাইটির সভাপতি হোসাইন মোহাম্মদ বায়েজিদ ঢাকা পোস্টকে বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানপ্রিয় শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতেই আমাদের এই উদ্যোগ। এছাড়া তরুণ গবেষকদের বিজ্ঞান ভীতি দূর করে বিজ্ঞান চর্চাকে সহজ ও জনপ্রিয় করে তোলার চেষ্টাও বলতে পারেন। এবারের আয়োজন বেশ বড় পরিসরে হচ্ছে। যারাই সহায়তা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।

উল্লেখ্য,  ২০১৮ সালের ৫ এপ্রিল যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইন্টিফিক সোসাইটি।  প্রতিষ্ঠার পর থেকেই সিইউএসএস বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সাম্প্রতিক বিষয়ে নিয়মিত কর্মশালা, আলোচনা সভা, প্রশিক্ষণ এবং প্রতিযোগিতার আয়োজন করছে।