বলিউডের অন্যতম গুণী পরিচালক তিনি। তার ঝুলিতে পাঁচটি ব্লকবাস্টার সিনেমা, যেগুলো ভারতের ইতিহাসে আইকনিক সিনেমা হিসেবে গণ্য হয়। মুন্না ভাই এমবিবিএস, লাগে রাহো মুন্না ভাই, থ্রি ইডিয়টস, পিকে ও সাঞ্জু। ভারতীয় দর্শকদের মনে রাজকুমার হিরানি এক আদর্শের নাম।
খবর প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম
বলিউডের অন্যতম গুণী পরিচালক তিনি। তার ঝুলিতে পাঁচটি ব্লকবাস্টার সিনেমা, যেগুলো ভারতের ইতিহাসে আইকনিক সিনেমা হিসেবে গণ্য হয়। মুন্না ভাই এমবিবিএস, লাগে রাহো মুন্না ভাই, থ্রি ইডিয়টস, পিকে ও সাঞ্জু। ভারতীয় দর্শকদের মনে রাজকুমার হিরানি এক আদর্শের নাম।
সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে একটি সাম্প্রতিক সাক্ষাৎকার হিরানি বলেন, ‘অবশ্যই, ব্যাবসায়িক সাফল্য আমার কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু আমি এটিতে মোটেও ফোকাস করি না। কারণ, আপনি যে মুহূর্তে এটিতে ফোকাস করতে শুরু করেন, তখন আপনি যে ধরনের চলচ্চিত্র তৈরি করতে চান, তা রং বদলাতে শুরু করে।
সময় নিয়ে নিজের চলচ্চিত্র তৈরি করার প্রসঙ্গে হিরানি বলেন, ‘একটি চলচ্চিত্র বানাতে আমার তিন বা চার বছর সময় লাগে। এবার একটি গল্প করতে পাঁচ বছর সময় লেগেছে। এমনটাই হওয়া উচিত। চলচ্চিত্রের ভাগ্য যা-ই হোক না কেন, আমাকে চলচ্চিত্রটি তৈরি করতে দিন।
৬১ বছর বয়সী হিরানি তাঁর সিনেমার ভিন্নধর্মী নির্মাণের জন্য পরিচিত, যা কমেডি এবং সামাজিক বার্তাসহ মানুষের জীবনের গল্পে ফোকাস করে। তাঁর আগের চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে সুপারহিট ‘মুন্নাভাই’ ফ্র্যাঞ্চাইজি, থ্রি ইডিয়টস, পিকে এবং সঞ্জু’র মতো চলচ্চিত্র।
রাজকুমার হিরানির সর্বশেষ চলচ্চিত্র ছিল ‘সঞ্জু’, যা ২০১৮ সালে মুক্তি পেয়েছিল। পাঁচ বছর পর ‘ডানকি’ নিয়ে আসেন তিনি। তবে হিরানির বিগত চলচ্চিত্রগুলোর তুলনায় ডানকি অত্যধিক হাইপ তুললেও দর্শকদের কাছ থেকে সেভাবে সাড়া পায়নি। যদিও বক্স অফিসে সিনেমাটি সাফল্য পেয়েছে, তবে হিরানির জাদু অনেকটাই ম্লান ছিল ডানকিতে, এমনটাই দাবি বেশির ভাগ অনুরাগীর। তবে ডানকির প্রশংসাও করছেন অসংখ্য দর্শক অনুরাগী। তাদের মতে, হিরানি-শাহরুখ জুটি তাদের প্রত্যাশা পূরণ করেছে। বরাবরের মতোই সামাজিক বার্তানির্ভর চলচ্চিত্র দিয়েছেন হিরানি এবং শাহরুখ তাঁর পরিচালনায় নিজের সেরা পারফরম্যান্সই দিয়েছেন।
২১ ডিসেম্বর মুক্তি পায় ডানকি। মুক্তির ৯ দিনে বিশ্বব্যাপী ৩২৩ কোটি রুপির মতো আয় করেছে এটি। বক্স অফিসে প্রভাসের সালারের মুখোমুখি হওয়ার সেভাবে একতরফা ব্যবসা করতে পারেনি ডানকি। তবে বক্স অফিসে সফল হয়েছে সিনেমাটি।