একসময়ের শীর্ষ অভিনেত্রী ছিলেন পর্দায়। বর্তমানে রাজনীতির মাঠেই বেশি ব্যস্ত মিমি চক্রবর্তী। তবে অভিনয় ছাড়েননি। সদ্যই ‘রক্তবীজ’-এ দুর্দান্ত অভিনয় করে আলোচনায় ছিলেন।
খবর প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:১৯ এএম
একসময়ের শীর্ষ অভিনেত্রী ছিলেন পর্দায়। বর্তমানে রাজনীতির মাঠেই বেশি ব্যস্ত মিমি চক্রবর্তী। তবে অভিনয় ছাড়েননি। সদ্যই ‘রক্তবীজ’-এ দুর্দান্ত অভিনয় করে আলোচনায় ছিলেন।
সংবাদ প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বিয়ের প্রশ্ন করতেই মিমি বলেন, ‘কি বলবো, আমি সত্যিই বিরক্তিকর। বিয়ে করার আগে ছেলে পেতে হবে।
নতুন বছরের পরিকল্পনা জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘আমি ডিসিপ্লিনড লাইফে বিশ্বাস করি।
রাজনীতিতে জড়িয়ে অভিনয় জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘না, না। সময় ম্যানেজ করা যায় চাইলে। আই অ্যাম ইন আ পজিশন টু চুজ। যখন একটা কাজ করি, ওটাই করি। তার সঙ্গে আরও পাঁচটা কাজ করি না। আর আমাদের রাজনীতিটা অ্যাকচুয়ালি রাজনীতির লোকের মতো করতে হয় না। আমাদের সেই স্বাধীনতা দেওয়া হয়েছে যে, কাজটা প্রায়োরিটি দেওয়া এবং মানুষের কাজ করা। আমার অফিস থেকে যেন কেউ ঘুরে না যায় পরিষেবা না পেয়ে, সেটা দেখা আমার দায়িত্ব। তাই স্ট্যান্ড বাই থাকে সবসময়।’
মিমিকে সর্বশেষ দেখা দেখে রক্তবীজ চলচ্চিত্রে। সিনেমাটি পুজায় মুক্তি পায় এবং বেশ ব্যবসাসফল হয়। এতে আরো অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জি ও আবির চ্যাটার্জি।