NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

বিমানের চাকায় ঝুলে আকাশপথে ফ্রান্সে


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২১ এএম

বিমানের চাকায় ঝুলে আকাশপথে ফ্রান্সে

প্যারিস বিমানবন্দরে এক আশ্চর্যজনক ঘটনা ঘটে। এক বাণিজ্যিক বিমানের ল্যান্ডিং গিয়ারে এক ব্যক্তিকে দেখে চক্ষু চড়কগাছ হয়ে যান নিরাপত্তারক্ষীরা। অসুস্থ সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর জানা যায়, তিনি আলজেরিয়ার ওরান থেকে প্যারিসের উদ্দেশ্যে বিমানে উঠেছিলেন। কিন্তু বিমানের যাত্রা শুরুর পর তিনি বিমানের চাকায় লুকিয়ে পড়েন।

 

হ্যাঁ, ঠিকই শুনেছেন বিমানের চাকায় লুকিয়ে আলজেরিয়া থেকে ফ্রান্সে খোলা আকাশে প্রায় আড়াই হাজার কিলোমিটার পথ জীবিত অবস্থায় সফর করেছেন সেই ব্যক্তি।

অন্তত হিমাঙ্কের নিচে ৫০ ডিগ্রি তাপমাত্রায় অক্সিজেন সাপোর্ট ছাড়াই সফর করার পর ২২-২৩ বছরের সেই যুবক হাইপোথারমিয়াতে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হলেও এখনও বেঁচে আছেন। প্যারিসের সেই বিমানের টেকনিক্যাল পরীক্ষার সময় দেখা যায় এক যুবক ল্যান্ডিং গিয়ারে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। তার কাছে কোনরকম কোন কাগজপত্রই ছিল না। অসুস্থ অবস্থায় প্যারিস বিমানবন্দরের সামনে এক হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

 

বাণিজ্যিক বিমান মাটি থেকে প্রায় ৩০থেকে ৪০হাজার ফুট উপরে চলে। ভূপৃষ্ঠ থেকে এত উপরে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। এমন অবস্থায় ঠান্ডার পাশাপাশি অক্সিজেনের অভাবে মৃত্যুর ঘটনাই স্বাভাবিক।

 
 

কিন্তু এরপরেও চমকপ্রদকভাবে সেই যুবক প্লেনের ল্যান্ডিং গিয়ারে নিজেকে কোনো রকমে আটকে জীবিত অবস্থায় প্যারিসে নামেন। নিজের দেশে কাজ না পেয়ে প্যারিসে নিজের প্রতিভা দেখাতেই আসতে চেয়েছিল সেই যুবক। কিন্তু অর্থ বা কোন রকম চেনাশোনা না থাকায় তা সম্ভব হচ্ছিল না এরপরই সে ঠিক করে বিমানে লুকিয়ে সে প্যারিসে আসবে।

 

মার্কিন ফেডেরাল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য বলছে, ১৯৪৭ থেকে ২০২১ সাল পর্যন্ত বাণিজ্যিক বিমানের চাকায় লুকিয়ে মোট ১৩২ জন ব্যক্তি সফর করার চেষ্টা করেছিলেন কিন্তু সেগুলোর বেশির ভাগই ব্যর্থ হয়।

এত উঁচুতে হাওয়ার গতিবেগ সামলে, অসহ্য ঠান্ডা সহ্য করে, অক্সিজেনের অভাব মিটিয়ে সফর করা কার্যত অসম্ভব। কিন্তু সেটাই আলজেরিয়ার সেই যুবক করে দেখালো। খুব সম্ভবত নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে যাত্রীদের মাল বহনের সময় বিমানের ল্যান্ডিং গিয়ারে উঠে পড়ে।

চলতি বছর এপ্রিলে অ্যামস্টারডামের নাইজেরিয়ার এক ব্যক্তির দেহ বিমানের চাকা থেকে। আফ্রিকার সেই ব্যক্তি বিমানে ল্যান্ডিং গিয়ারের চড়ে টরন্টোয় এই সফর করার চেষ্টা করছিলেন।

২০১৯ সালে লন্ডনে কেনিয়া এয়ারওয়েজ এক বিমানের চাকা থেকে এক ব্যক্তির দেহ এসে পড়ে। হিথরো বিমানবন্দরে যাওয়ার পথে এই ঘটনা ঘটেছিল। নাইজেরিয়া থেকে সেখানকার কয়েকজন ব্যক্তির জাহাজের চাকায় লুকিয়ে ব্রাজিলে পালিয়ে আসার ঘটনাও সবাইকে চমকে দিয়েছিল।