অস্কারজয়ী চলচ্চিত্র `প্যারাসাইট' এর অভিনেতা লি সান-কিউনকে (৪৮) মৃত অবস্থায় পাওয়া গেছে। দক্ষিণ কোরিয়ার পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। বুধবার রাজধানী সিউলের একটি পার্কে গাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায় এ অভিনেতাকে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লি সান আত্মহত্যা করেছেন কিনা তা স্পষ্ট নয়।