NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

নিরাপত্তা উদ্বেগ, ২০২৬ সালের মধ্যে নিউইয়র্কের সব সাবওয়ে ক্যামেরার আওতায়


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:২১ এএম

নিরাপত্তা উদ্বেগ, ২০২৬ সালের মধ্যে নিউইয়র্কের সব সাবওয়ে ক্যামেরার আওতায়

নিউইয়র্কের মেট্রোপলিটন ট্রানজিট অথরিটি- এমটিএ'র একটি জরিপ দেখাচ্ছে গত অক্টোবরে যাত্রীরা তার আগে জুনের তুলনায় বেশি নিরাপত্তা বোধ করেছেন। যা ছিলো ১০ এর মধ্যে ৬। এনওয়াইপিডি'র একটি সংখ্যও দেখাচ্ছে সার্বিকভাবে অপরাধ কমে এসেছে ২.৫ শতাংশ।

সাবওয়ে ক্যামেরার বদৌলতে এটা সম্ভব হয়েছে বলেই মনে করছে এনওয়াইপিডি ও এমটিএ।

এনওয়াইপিডি'র ট্রানজিট প্রধান মাইকেল কেমপার বলেছেন, তার অফিসাররা এখন সদা সতর্ক রয়েছেন। এই সময়ে সাবওয়ে সিস্টেমে ১০০০ এর বেশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে কেমপার বলেন, পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে আমাদের জয় এখনো আসেনি।

সহিংস অপরাধ সেপ্টেম্বরেও বেড়েছে ৫ শতাংশের বেশি। যদিও গ্রেফতারের সংখ্যা আগের বছরের তুলনায় বেড়েছে ৫০ শতাংশ।

কেমপার বলেন, সমস্যাটি হচ্ছে আমরা একই ব্যক্তিকে বার বার হাতকড়া পরাচ্ছি। অপরাধী ধরা পড়ে। ছাড়া পেয়ে আবার অপরাধ করে।

সকলের জেল হোক সেটা আমরা চাই না, কিন্তু আমরা যদি কাউকে কয়েক ডজন বার, এমনকি শতবার গ্রেফতার করি, আর সে আবারও ছাড়া পেয়ে যায় তাহলে কি হবে? কোনো একটা পরিণতি তাদের ভোগ করাই উচিত, বলেন ট্রানজিট পুলিশ প্রধান।

ট্রেন কোচের ভিতরে স্থাপিত ক্যামেরা থেকে দেখে একজনকে কয়েক সপ্তাহ আগে গ্রেফতার করে পুলিশ। এভাবে আরও ক্যামেরা বসিয়ে অপরাধীদের শণাক্ত করতে হবে, বলেন নিউইয়র্ক সিটি ট্রানজিটের প্রেসিডেন্ট রিচার্ড ডেভি। তিনি বলেন, লাস ভেগাসের মতো নিউইয়র্ক সিটির ট্রেনগুলোতেও ক্যামেরা বসানো হবে।

ড্যাভি বলেন, ২০২৬ সালে মধ্যে নিউইয়র্কের সকল সাবওয়েকেই এই ক্যামেরা মনিটরিংয়ের আওতায় আনা হবে।