NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

পশ্চিমা নিষেধাজ্ঞা ‘রাশিয়া ও আফ্রিকাকে একত্র করছে’


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:০৯ এএম

পশ্চিমা নিষেধাজ্ঞা ‘রাশিয়া ও আফ্রিকাকে একত্র করছে’

জাম্বিয়ান সোশ্যালিস্ট পার্টির প্রেসিডেন্ট ফ্রেড এম’মেম্বে একটি সাক্ষৎকারে রুশ সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম আরটিকে বলেছেন, পশ্চিমারা অন্য দেশগুলোকে যুদ্ধ করতে বাধ্য করার পাশাপাশি তাদের সম্পদ ‘ছিনতাই’ করার চেষ্টা করছে। গণমাধ্যমটি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এম’মেম্বে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিরুদ্ধে অন্যদের কাছ থেকে চুরি করে আধিপত্য বজায় রাখার চেষ্টা করার অভিযোগ করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এম’মেম্বে শনিবার আরটিকে বলেছেন, ‘তারা (পশ্চিমা বিশ্ব) অন্য দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।

 
তারা অন্য দেশগুলো থেকে সম্পদ লুট করছে।’ 

 

এ ছাড়া মস্কো ও কিয়েভের দ্বন্দ্বের মধ্যে ইউক্রেনে হিমায়িত রুশ সম্পদ হস্তান্তর করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জি৭ দেশগুলোর প্রতি সাম্প্রতিক প্রস্তাবকে জাম্বিয়ান কর্মকর্তা ‘চুরি করার বাতিক’ হিসেবে বর্ণনা করেছেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও একই মূল্যায়ন করেছেন বলেও তিনি জানান।

এম’মেম্বে বলেছেন, ‘এরা (পশ্চিমারা) চুরির বাতিকগ্রস্ত…যখন তাদের সংকট হয়, তারা চুরির দিকে ঝুঁকে পড়ে।

 
তারা বিশ্বব্যাপী সম্পদ চুরি করে।’

 

জাম্বিয়ার এ রাজনীতিকের মতে, পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো বিশ্বরাজনীতির পুনর্বিন্যাসকে ত্বরান্বিত করেছে। এতে রাশিয়া এবং আফ্রিকান দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, ‘তারা (পশ্চিম) আমাদের দেশগুলোর ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করছে, তা হলো হাইব্রিড যুদ্ধ।

 
এবং এই যুদ্ধগুলোর প্রভাব একসঙ্গে প্রতিরোধ ও লড়াই করতে আমাদের একত্র করছে। তারা প্রকৃতপক্ষে রাশিয়া ও আফ্রিকাকে আগের চেয়ে আরো বেশি একত্র করছে।’

 

এম’ম্বের মতে, রাশিয়া ও আফ্রিকা সোভিয়েত ইউনিয়নের পতনের আগে যে ঐক্য ছিল তা পুনরুদ্ধার করেছে।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে বলেছিলেন, বর্তমান উত্তেজনা সত্ত্বেও মস্কো কিছু শর্তে পশ্চিমের সঙ্গে সম্পর্ক মেরামত করতে ইচ্ছুক। এম’মেম্বে রুশ নেতার সঙ্গে একমত হয়েছেন।

 
তিনি জোর দিয়ে বলেছেন, ‘একটি উন্নত বিশ্ব তৈরি করতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। শুধু আমাদের জন্য নয়, এই গ্রহের সব বাসিন্দার জন্য, ইউরোপীয় ও আমেরিকানরাসহ।’