NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

যুক্তরাষ্ট্র এইচ-১বি ভিসা নবায়ন প্রক্রিয়া শুরু করছে


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৩৭ এএম

যুক্তরাষ্ট্র এইচ-১বি ভিসা নবায়ন প্রক্রিয়া শুরু করছে

পুনরায় এইচ-১বি অ-অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য নবায়ন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ জন্য একটি পাইলট প্রগ্রামও চালু করতে যাচ্ছে তারা। প্রথম পর্যায়ে শুধু ২০ হাজার ভারতীয় ও কানাডীয় নাগরিকদের জন্য এটি উন্মুক্ত হবে।

এইচ-১বি ভিসা পাইলট প্রগ্রামের সময়সীমা 

  • মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এইচ-১বি পাইলট প্রগ্রামের জন্য ২০২৪ সালের ২৯ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত আবেদন গ্রহণ করবে।
 
 যোগ্য আবেদনকারীদের অনলাইনে আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। এ ছাড়া লিখিত মন্তব্য এবং সম্পর্কিত উপকরণ জমা দিতে ১৫ এপ্রিল মধ্যরাত পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
  • প্রতি সপ্তাহে এইচ-১বি ভিসা নবায়নের জন্য প্রায় চার হাজার আবেদন স্লট খোলার পরিকল্পনা করছে দেশটি। এই স্লটগুলো ২৯ জানুয়ারি, ৫ ফেব্রুয়ারি, ১২ ফেব্রুয়ারি, ১৯ ফেব্রুয়ারি এবং ২৬ ফেব্রুয়ারি পাওয়া যাবে।
 

এইচ-১বি ভিসা পাইলট প্রগ্রামে যেসব যোগ্যতার প্রয়োজন 

আবেদনকারীদের অবশ্যই নিম্নলিখিত মানদণ্ড পূরণ করতে হবে :

  • পাইলট পর্যায়ে শুধু এইচ-১বি ভিসা নবায়ন প্রক্রিয়া করা হবে; অন্য ধরনের ভিসা অন্তর্ভুক্ত করা হবে না।
  • নবায়ন করতে চাওয়া এইচ-১বি ভিসাটি অবশ্যই মিশন কানাডার মাধ্যমে ২০২০ সালের ১ জানুয়ারি এবং ২০২৩ সালের ১ এপ্রিলের মধ্যে অথবা মিশন ইন্ডিয়ার মাধ্যমে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে জারি করা হতে হবে।
  • ব্যক্তিগত সাক্ষাৎকার এড়ানোর জন্য যোগ্যতার প্রয়োজন হবে।
  • অবশ্যই অতীতের ভিসার আবেদনের জন্য আবেদনকারীদের ১০টি আঙুলের ছাপ জমা দেওয়া থাকতে হবে।
 
  • আবেদনকারীরা অ-অভিবাসী ভিসা ইস্যু ফির অধীনে আবেদন করতে পারবে না, যা পারস্পরিক ফি হিসেবেও পরিচিত।
  • আগের ভিসায় অবশ্যই ‘ক্লিয়ারেন্স প্রাপ্ত’ টীকা থাকতে পারবে না।
  • আবেদনকারীদের ভিসার অযোগ্যতা থাকতে পারবে নানা, যার জন্য ভিসা ইস্যু করতে মওকুফের প্রয়োজন হবে।
  • আবেদনকারীদের অবশ্যই একটি অনুমোদিত এবং মেয়াদ শেষ না হওয়া এইচ-১বি পিটিশন থাকতে হবে।
  • আবেদনকারীর যুক্তরাষ্ট্রে সবচেয়ে সাম্প্রতিক প্রবেশ এইচ-১বি স্ট্যাটাসে থাকতে হবে।
 
  • আবেদনকারীদের বর্তমানে যুক্তরাষ্ট্রে এইচ-১বি অবস্থা বজায় রাখতে হবে।
  • এইচ-১বি স্ট্যাটাসে অনুমোদিত প্রবেশের মেয়াদ শেষ হওয়া যাবে না।
  • আবেদনকারীদের অবশ্যই বিদেশে অস্থায়ী সময় অবস্থানের পর এইচ-১বি স্ট্যাটাসে যুক্তরাষ্ট্রে পুনরায় প্রবেশ করতে হবে।

এইচ-১বি ভিসা পাইলট প্রগ্রামে আবেদনের প্রক্রিয়া 

আবেদন জমা দিতে এই লিংকে যেতে হবে : https://travel.state.gov/content/travel/en/us-visas/employment/domestic-renewal.html

এই প্রবিধানের একটি ওভারভিউ www.regulations.gov-এ হোমপেজে ‘1400-AF79’ অনুসন্ধান করে পাওয়া যাবে।

আবেদনকারীদের অনলাইন পোর্টালের মাধ্যমে ২০৫ মার্কিন ডলারের অ-ফেরতযোগ্য এবং অ-হস্তান্তরযোগ্য এমআরভি ফি প্রদান করতে হবে। আরো অনুসন্ধান বা সহায়তার জন্য আবেদনকারীরা VisaRegs@state.gov-এ ই-মেইলের মাধ্যমে ভিসা সার্ভিসেসের সিনিয়র রেগুলেটরি কো-অর্ডিনেটর ও মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব কনস্যুলার অ্যাফেয়ার্স জামি থমসনের সঙ্গে যোগাযোগ করতে পারবে।