‘দেবী’তে অভিনয় করে প্রশংসার পাশাপাশি পুরস্কৃতও হয়েছিলেন। আর সিনেমা করছেন না কেন?
সিনেমাটা মন-প্রাণ দিয়ে করতে চাই, কিন্তু সেটা হচ্ছে না। মনের মতো পাণ্ডুলিপি পাচ্ছি না। একটা ‘দেবী’ করার পর তো আর যা-তা ছবি করা যায় না! আমার কাছে যেসব সিনেমার প্রস্তাব এসেছে, সেগুলোর একটাও ভালো লাগেনি। বাণিজ্যিক বা অন্য রকম ছবি, এসব পার্থক্য আমি করি না। সব ছবিই ব্যাবসায়িক চিন্তা করে নির্মিত হয়। আমার কাছে সিনেমা দুই প্রকার—ভালো সিনেমা আর খারাপ সিনেমা। আমি ভালো সিনেমাতে অভিনয় করতে চাই।
নাটকও তো করছেন না...
ক্যারিয়ারের এক দশক পার করে এখন কি সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়া যায়? এখন যে ধরনের নাটক হচ্ছে সেগুলো আমাকে টানে না। নামগুলোও দেখেন কী অদ্ভুত! আমি ভালো কিছুর জন্য অপেক্ষা করতে চাই। এর জন্য যে আমার লস হচ্ছে না তা কিন্তু নয়! জমানো টাকা খরচ করে চলছি। সেটাও বলতে পারেন শেষের পথে। তবু মন সায় না দিলে সেই কাজ করব না।
এভাবে বসে থাকতে খারাপ লাগে না?
খারাপ তো লাগেই। প্রতিদিন শুটিং করাটা খুব মিস করি। কিছু করার তো নেই। স্রোতের সঙ্গে নিজেকে ভাসিয়ে দিলে আমার দর্শক বেশি কষ্ট পাবে। তারা আমাকে যেভাবে দেখে অভ্যস্ত সেভাবেই থাকতে চাই।
আপনি তো পত্রিকায় লেখালেখিও করেন। সেটা কেমন চলছে?
আমি জার্নালিজমে মাস্টার্স করছি। মনে হয়েছে প্রাকটিক্যালি কাজটা করলে ভালো হবে। তাই পত্রিকার সঙ্গে যুক্ত হওয়া। ভালো চলছে বলতে পারেন।