NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
৫০ কোটির প্রকল্প ২৫ কোটিতেই সম্পন্ন, প্রধান উপদেষ্টার প্রশংসা আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা মহান মে দিবস আজ আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ তিন নায়কের প্রতিদ্বন্দ্বিতা, জমজমাট ঢালিউড চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা
Logo
logo

প্রতিদিন শুটিং খুব মিস করি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:২৯ এএম

প্রতিদিন শুটিং খুব মিস করি

এখন যে ধরনের নাটক  হচ্ছে সেগুলো আমাকে টানে না। নামগুলোও দেখেন কী অদ্ভুত! আমি ভালো কিছুর জন্য অপেক্ষা করতে চাই

‘মোবারকনামা’ করে কেমন সাড়া পাচ্ছেন?
ভালো সাড়া পাচ্ছিলাম। বিভিন্ন সাইটে সিরিজটি নিয়ে বেশ আলোচনা চলছিল। তবে গতকাল থেকে মনটা খারাপ, পাইরেসি হয়ে গেছে সিরিজটা।

 
ওটিটি প্ল্যাটফরমের কনটেন্টগুলো পাইরেসি হলে প্রযোজক-পরিচালক থেকে শুরু করে শিল্পীরাও ক্ষতিগ্রস্ত হন। এভাবে চলতে থাকলে তো মানুষ আর অর্থ লগ্নি করবে না। ওটিটিতে শিল্পীদের একটা কাজের ক্ষেত্র তৈরি হয়েছিল, সেটা শক্তভাবে দাঁড়াতে না পারলে তো সবার জন্যই খারাপ!

 

আপনার চরিত্রটি নিয়ে আলাদা করে প্রশংসা পেয়েছেন?
এখানে মোশাররফ করিম ভাইয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। আসলে গত তিন-চার বছরে আমি যে কাজগুলো করেছি—সব কটিতেই প্রশংসা পেয়েছি।

 
এবারও ব্যতিক্রম হয়নি। সিরিজটি নিয়ে যেখানেই আলোচনা হয়েছে, সেখানেই দেখেছি অন্যদের সঙ্গে আমার চরিত্রটি নিয়ে মানুষ কথা বলেছে। এটা আমার সৌভাগ্যও বলতে পারেন।

 

‘মোবারকনামা’তে যুক্ত হয়েছিলেন কিভাবে?
নির্মাতা গোলাম সোহরাব দোদুল ভাই আগে থেকে পরিচিত।

 
তবে সিরিজটিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম হইচই থেকে।

 

নতুন আর কী করছেন?
আরেকটি ওয়েব সিরিজ করব খুব শিগগির। এটা দেশীয় একটা ওটিটি প্ল্যাটফরমের। কে পরিচালক, আমার সহশিল্পী কে—সেসব আপাতত বলা বারণ। চুক্তিবদ্ধ হওয়ার সময় আমি এই শর্ত মেনে নিয়েছিলাম।

 

 

‘দেবী’তে অভিনয় করে প্রশংসার পাশাপাশি পুরস্কৃতও হয়েছিলেন। আর সিনেমা করছেন না কেন?
সিনেমাটা মন-প্রাণ দিয়ে করতে চাই, কিন্তু সেটা হচ্ছে না। মনের মতো পাণ্ডুলিপি পাচ্ছি না। একটা ‘দেবী’ করার পর তো আর যা-তা ছবি করা যায় না! আমার কাছে যেসব সিনেমার প্রস্তাব এসেছে, সেগুলোর একটাও ভালো লাগেনি। বাণিজ্যিক বা অন্য রকম ছবি, এসব পার্থক্য আমি করি না। সব ছবিই ব্যাবসায়িক চিন্তা করে নির্মিত হয়। আমার কাছে সিনেমা দুই প্রকার—ভালো সিনেমা আর খারাপ সিনেমা। আমি ভালো সিনেমাতে অভিনয় করতে চাই।
 
নাটকও তো করছেন না...
ক্যারিয়ারের এক দশক পার করে এখন কি সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়া যায়? এখন যে ধরনের নাটক  হচ্ছে সেগুলো আমাকে টানে না। নামগুলোও দেখেন কী অদ্ভুত! আমি ভালো কিছুর জন্য অপেক্ষা করতে চাই। এর জন্য যে আমার লস হচ্ছে না তা কিন্তু নয়! জমানো টাকা খরচ করে চলছি। সেটাও বলতে পারেন শেষের পথে। তবু মন সায় না দিলে সেই কাজ করব না।

এভাবে বসে থাকতে খারাপ লাগে না?
খারাপ তো লাগেই। প্রতিদিন শুটিং  করাটা খুব মিস করি। কিছু করার তো নেই। স্রোতের সঙ্গে নিজেকে ভাসিয়ে দিলে আমার দর্শক বেশি কষ্ট পাবে। তারা আমাকে যেভাবে দেখে অভ্যস্ত সেভাবেই থাকতে চাই।

আপনি তো পত্রিকায় লেখালেখিও করেন। সেটা কেমন চলছে?
আমি জার্নালিজমে মাস্টার্স করছি। মনে হয়েছে প্রাকটিক্যালি কাজটা করলে ভালো হবে। তাই পত্রিকার সঙ্গে যুক্ত হওয়া। ভালো চলছে বলতে পারেন।