NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
৫০ কোটির প্রকল্প ২৫ কোটিতেই সম্পন্ন, প্রধান উপদেষ্টার প্রশংসা আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা মহান মে দিবস আজ আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ তিন নায়কের প্রতিদ্বন্দ্বিতা, জমজমাট ঢালিউড চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা
Logo
logo

শাহরুখের সঙ্গে কাজ করতে ২০ বছরের অপেক্ষা হিরানির


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:৩০ পিএম

শাহরুখের সঙ্গে কাজ করতে ২০ বছরের অপেক্ষা হিরানির

মুক্তি পেয়ে গেল বছরের অন্যতম প্রত্যাশিত চলচ্চিত্র ‘ডানকি’। এ বছর শাহরুখ খানের পাঠান ও জওয়ানের মতো সিনেমা আলোচনায় থাকলেও ডানকি ছিল দর্শকদের আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে। কারণ, প্রথমবারের মতো রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধে কাজ করলেন শাহরুখ খান। আর সেই প্রত্যাশা শতভাগ পূরণও করেছেন এই জুটি।

 
রাজকুমার হিরানি এমন একজন পরিচালক, যার ক্যারিয়ারে ব্যর্থতা বলতে কিছু নেই। বেছে বেছে নিজের পছন্দের তারকার সঙ্গেই কাজ করেন হিরানি। এখন পর্যন্ত আমির, সঞ্জয় ও রণবীরের সঙ্গে কাজ করলেও হিরানি প্রথমবারের মতো শাহরুখের সঙ্গে কাজ করলেন। যেখানে গোটা বলিউড হিরানির সঙ্গে কাজ করতে মুখিয়ে থাকে, সেখানে শাহরুখের সঙ্গে কাজ করতে হিরানির অপেক্ষা করতে হয়েছে ২০ বছর!

 

1

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের সঙ্গে কাজ করার প্রসঙ্গে নিজের অনুভুতি ব্যক্ত করেছেন হিরানি।

 
নিউজ ১৮-এর সঙ্গে কথোপকথনে হিরানি বলেন, ‘আমার মনে আছে, তখন আমি একটি ফিল্ম স্কুলে পড়াশুনা করছিলাম। যেকোনো চলচ্চিত্র নির্মাতার জন্য আসল সংগ্রাম ছিল কীভাবে আমরা আমাদের প্রথম সিনেমা নির্মাণ করব। আমরা কি কোনো প্রযোজক পাব? কোনো অভিনেতা কি বোর্ডে আসবে? এসব ভাবনা থাকতো। আমাদের একটা কমন রুম ছিল যেখানে সব ছাত্ররা একসাথে টেলিভিশন দেখত।
 
আমি ‘সার্কাস’ নামক একটি সিরিয়াল দেখেছিলাম। সেখানে ক্যামেরা অ্যাঙ্গেল সহ একটি দৃশ্য আমার স্পষ্টভাবে মনে আছে যেখানে একজন অভিনেতা অভিনয় করছিলেন। আমি জানতাম না তিনি কে কিন্তু আমি তাঁর অভিনয় পছন্দ করতাম। আমি নিজেকে বলেছিলাম যে আমি ফিল্ম স্কুল থেকে পাস করার পরে তাঁর সাথে যোগাযোগ করব এবং তাঁর সঙ্গে একটি ফিল্ম করব। ফিল্ম ইনস্টিটিউট থেকে স্নাতক হতে আমার দুই বছর লেগেছিল এবং ততক্ষণে শাহরুখ খান একজন বিশাল তারকা।
 
সুতরাং, তাঁর সঙ্গে এক সিনেমায় কাজ করতে আমার ২০ বছর অপেক্ষা করতে হয়েছে।

 

অবশ্য হিরানির অপেক্ষা এতটা দীর্ঘতম হতো না যদি শাহরুখ খান এর আগে হিরানির দেওয়া প্রস্তাব গ্রহণ করতেন। হিরানির প্রথম চলচ্চিত্র ‘মুন্না ভাই এমবিবিএস’-এর প্রস্তাব সর্বপ্রথম শাহরুখ খানের কাছেই গিয়েছিল। তবে শাহরুখ সেই প্রস্তাব ফিরিয়ে দেন। এরপর থ্রি ইডিয়টসের মতো কালজয়ী সিনেমার প্রস্তাব নিয়েও হিরানি গিয়েছিলেন শাহরুখের কাছে। সেই সিনেমার প্রস্তাবও ফিরিয়েছেন শাহরুখ। অবশেষে হিরানির সঙ্গে জুটি বেঁধে ডানকি আনলেন কিং খান। আর মুক্তির পরপরই দর্শক ও সমালোচকদের মন জয় করে নিয়েছে ডানকি। ভারতীয় বক্স অফিসে দুই দিনে সিনেমাটি আয় করেছে প্রায় ৫০ কোটি রুপি। প্রভাসের সালার একইসঙ্গে মুক্তি পাওয়ায় বক্স অফিসে বেশ কড়া প্রতিদ্বন্দিতার মুখে পড়েছে ডানকি। ধারণা করা হচ্ছে, সিনেমাটি এর প্রত্যাশিত আয়ের লক্ষ্যে পৌঁছাতে বেশ কঠিন লড়াই করতে হবে। তবে দর্শক ও সমালোচক মহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে শাহরুখ-হিরানি জুটির চমৎকার গল্পের অপূর্ব নির্মাণ ‘ডানকি।’

রাজকুমার হিরানির পরিচালনায় ‘ডানকি’তে শাহরুখ খানের সঙ্গে আরো রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, সতীশ শাহ ও ধর্মেন্দ্র। এটি প্রযোজনা করেছেন শাহরুখের স্ত্রী গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং রাজকুমার হিরানি।