মুক্তি পেয়ে গেল বছরের অন্যতম প্রত্যাশিত চলচ্চিত্র ‘ডানকি’। এ বছর শাহরুখ খানের পাঠান ও জওয়ানের মতো সিনেমা আলোচনায় থাকলেও ডানকি ছিল দর্শকদের আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে। কারণ, প্রথমবারের মতো রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধে কাজ করলেন শাহরুখ খান। আর সেই প্রত্যাশা শতভাগ পূরণও করেছেন এই জুটি।
সুতরাং, তাঁর সঙ্গে এক সিনেমায় কাজ করতে আমার ২০ বছর অপেক্ষা করতে হয়েছে।
অবশ্য হিরানির অপেক্ষা এতটা দীর্ঘতম হতো না যদি শাহরুখ খান এর আগে হিরানির দেওয়া প্রস্তাব গ্রহণ করতেন। হিরানির প্রথম চলচ্চিত্র ‘মুন্না ভাই এমবিবিএস’-এর প্রস্তাব সর্বপ্রথম শাহরুখ খানের কাছেই গিয়েছিল। তবে শাহরুখ সেই প্রস্তাব ফিরিয়ে দেন। এরপর থ্রি ইডিয়টসের মতো কালজয়ী সিনেমার প্রস্তাব নিয়েও হিরানি গিয়েছিলেন শাহরুখের কাছে। সেই সিনেমার প্রস্তাবও ফিরিয়েছেন শাহরুখ। অবশেষে হিরানির সঙ্গে জুটি বেঁধে ডানকি আনলেন কিং খান। আর মুক্তির পরপরই দর্শক ও সমালোচকদের মন জয় করে নিয়েছে ডানকি। ভারতীয় বক্স অফিসে দুই দিনে সিনেমাটি আয় করেছে প্রায় ৫০ কোটি রুপি। প্রভাসের সালার একইসঙ্গে মুক্তি পাওয়ায় বক্স অফিসে বেশ কড়া প্রতিদ্বন্দিতার মুখে পড়েছে ডানকি। ধারণা করা হচ্ছে, সিনেমাটি এর প্রত্যাশিত আয়ের লক্ষ্যে পৌঁছাতে বেশ কঠিন লড়াই করতে হবে। তবে দর্শক ও সমালোচক মহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে শাহরুখ-হিরানি জুটির চমৎকার গল্পের অপূর্ব নির্মাণ ‘ডানকি।’
রাজকুমার হিরানির পরিচালনায় ‘ডানকি’তে শাহরুখ খানের সঙ্গে আরো রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, সতীশ শাহ ও ধর্মেন্দ্র। এটি প্রযোজনা করেছেন শাহরুখের স্ত্রী গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং রাজকুমার হিরানি।