NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

নিউইয়র্কে বিশ্বের সেরা পুলিশ বাহিনী এনওয়াইপিডি’র সার্জেন্ট আবদুর রহিমের বর্ণাঢ্য সংবর্ধনা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:৪৪ এএম

নিউইয়র্কে বিশ্বের সেরা পুলিশ বাহিনী এনওয়াইপিডি’র সার্জেন্ট আবদুর রহিমের বর্ণাঢ্য সংবর্ধনা

নিউইয়র্কে এনওয়াইপিডি’র সার্জেন্ট বাংলাদেশী-আমেরিকান আবদুর রহিমকে সংবর্ধনা দেয়া হয়েছে। গত ২০ ডিসেম্বর রাতে ওজনপার্কের মোমো’স পার্টি হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাইম টুটুল ও রাসুল আমিন। বিশ্বের সেরা পুলিশ বাহিনী এনওয়াইপিডির সার্জেন্ট হিসেবে পদোন্নতি পাওয়ায় আবদুর রহিমকে এ সংবর্ধনা দেয়া হয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাইম টুটুলের সভাপতিত্বে এবং হারুন অর রশিদ সিআইপির পরিচালনায় এ অনুষ্ঠানে সংবর্ধিত সার্জেন্ট আবদুর রহিম ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল খান, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, বৃহত্তর নোয়াখালী সোসাইটি’র সাবেক সভাপতি হাজী সালামত উল্লাহ, সাধারণ সম্পাদক ইউসুফ জসিম, কমিউনিটি এক্টিভিস্ট কাজী শাখাওয়াত হোসেন আজম, জাহাঙ্গীর সরওয়ার্দী, মোশাররফ হোসেন সবুজ, সালেহ আহমেদ মানিক, জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক আজাদ, রহমত উল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটি নেতৃৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
এসময় এনওয়াইপিডি সার্জেন্ট আবদুর রহিমকে আয়োজকরা ছাড়াও বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।
সংবর্ধনায় সিক্ত নিউইয়র্ক সিটি পুলিশের সার্জেন্ট আবদুর রহিম আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সব সময় কমিউনিটির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বাংলাদেশী বংশদ্ভূত আবদুর রহিম বলেন, শেকড় ভুলে যাইনি। তাই পেশাগত জীবনের শত ব্যস্ততা সত্ত্বেও কমিউনিটির সেবা করতে চাই। কমিউনিটির ভাগ্য উন্নয়নের অংশীদার হতে চাই।
অন্যতম আয়োজক নাইম টুটুল বলেন, এনওয়াইপিডি সার্জেন্ট আবদুর রহিমকে নিয়ে বাংলাদেশী প্রবাসীরা গর্বিত। এনওয়াইপিডিতে আবদুর রহিমের সার্জেন্ট পদে আসীন হওয়া নতুন প্রজন্মকে উৎসাহ জোগাবে। আবদুর রহিমের মত নতুন প্রজন্ম বাংলাদেশকে আরো অন্য উচ্চতায় নিয়ে যাবে।
বক্তারা বলেন, নিউইয়র্ক পুলিশে এখন বাংলাদেশিদের জয়-জয়কার। কমান্ডিং অফিসারসহ নিউইয়র্ক পুলিশের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন বাংলাদেশি আমেরিকানরা।
আয়োজক নাইম টুটুল ও রাসুল আমিন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সকলকে বিশেষ ধন্যবাদ জানান।