NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

মনপুরায় ভেসে এল বিদেশি নৌযান, মালামাল লুট


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৪১ এএম

>
মনপুরায় ভেসে এল বিদেশি নৌযান, মালামাল লুট

ভোলার চরফ্যাশন ও মনপুরার সীমান্তবর্তী ঢালচর ইউনিয়নের চরনিজাম সংলগ্ন বঙ্গোপসাগর মোহনার চরে দুই দিন ধরে আটকে আছে নাবিকবিহীন ও ইঞ্জিনবিহীন পাথরবোঝাই ‘আল কুবতান’ নামে একটি বিদেশি নৌযান। অরক্ষিত থাকায় জেলে ও আশপাশের লোকজন নৌযানটির মালামাল লুট করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ জুলাই) ঢালচর ইউনিয়নের চরনিজামের পূর্বপাশে চরে আটকে পরে বিদেশি নৌযান ‘আল কুবতান’। নাবিকবিহীন বিশাল আকৃতির নৌযানটির ওপরের অংশ খোলা। নৌযানটিতে পাথর বোঝাই করা। এছাড়া একটি ভেকু মেশিন, পাথর ভাঙ্গার মেশিন ও অন্যান্য দামি জিনিসপত্র রয়েছে। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভেসে আসা বিদেশি নৌযান ‘আল কুবতান’ থেকে ট্রলারে করে গুরুত্বপূর্ণ মালামাল লুট করছে স্থানীয় প্রভাবশালী মহল। ইতোমধ্যে প্রায় অর্ধকোটির মালামাল লুট করা হয়েছে বলে তাদের ধারণা। দ্রুত নৌযানটি সুরক্ষা করতে না পারলে এর সব মালামাল তারা নিয়ে যাবে বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা। নৌযানটিতে কয়েক কোটি টাকার মালামাল করেছে বলে ধারণা স্থানীয়দের। 
 
ঢালচরের ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার জানান, বিচ্ছিন্ন চরনিজামের পূর্বপাশের চরে আটকে আছে নৌযানটি। সাগর উত্তাল থাকায় যাওয়া সম্ভব হয়নি। তবে স্থানীয়রা খবরটি জানালে তা প্রশাসনকে অবহিত করা হয়। শুক্রবার (১৫ জুলাই) কোস্টগার্ডের একটি টিম সেখানে পৌঁছেছে। 

চর মানিকা জোনের কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার এনামুল হক জানান, আল কুবতানের তদারকি করতে চরমানিকা কোস্টগার্ডের একটি টিম ঘটনাস্থলে রয়েছে।  

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান জানান, নৌযানটির ব্যাপারে পদক্ষেপ নিতে বৃহস্পতিবার রাতেই নেভি, কোস্টগার্ড ও নৌপুলিশকে অবহিত করা হয়েছে। সাগর উত্তাল থাকায় নৌযানটি হেফাজতে নিতে দেরি হচ্ছে।