এক সিনেমা, তিনটি গল্প,তিনজন নির্মাতা। ‘জীবন জুয়া’ নামে এমনই এক সিনেমা নির্মাণ হতে যাচ্ছে। কয়েকটি ঘটনা বা গল্প এক করা হলে সেটাকে সাধারণত অমনিবাস বলা হয়। এই অমনিবাস যারা নির্মাণ করছেন তাঁরা হলেন আবুল খায়ের চাঁদ, আশুতোষ সুজন ও ইফতেখার মাহমুদ ওসিন।
খবর প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২১ এএম
এক সিনেমা, তিনটি গল্প,তিনজন নির্মাতা। ‘জীবন জুয়া’ নামে এমনই এক সিনেমা নির্মাণ হতে যাচ্ছে। কয়েকটি ঘটনা বা গল্প এক করা হলে সেটাকে সাধারণত অমনিবাস বলা হয়। এই অমনিবাস যারা নির্মাণ করছেন তাঁরা হলেন আবুল খায়ের চাঁদ, আশুতোষ সুজন ও ইফতেখার মাহমুদ ওসিন।
‘জীবন জুয়া’ এর একটি গল্প ‘খোয়াব’। এই গল্পে জুটি বেঁধে অভিনয় করছেন আদর আজাদ ও ইয়ামিন হক ববি। রূপালি পর্দায় প্রথম দেখা যাবে এ জুটিকে। এতে সিনেমার নায়িকার চরিত্রে দেখা যাবে ববিকে।
সিনেমার দ্বিতীয় গল্পের নাম ‘ফিল্ম কানন’।
‘জীবন জুয়ার’এর শেষ গল্প ‘প্রিয় প্রাক্তন’। এক দম্পতি, ভালোবাসা, খুনসুটি, সংসার, অতঃপর একদিন ফিরে পাওয়া অতীত এমন গল্পে নির্মিত হয়েছে ‘প্রিয় প্রাক্তন’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও সুদীপ বিশ্বাস দীপ। এটি পরিচালনা করেছেন ইফতেখার মাহমুদ ওসিন।
‘জীবন জুয়ার’ সিনেমায় তিনটি ভিন্ন জীবনের গল্প বলে। বেঁচে থাকার তাগিদে মানুষ স্বপ্ন দেখে, মাঝে মাঝে এই স্বপ্নই মানুষকে টিকিয়ে রাখে। এই স্বপ্ন পূরণে মানুষকে ধরতে হয় বাজি, বাজি ধরা মানুষের গল্পই ‘জীবন জুয়া’এমনটাই জানিয়েছেন নির্মাতারা।