NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

শপথ নিলেন কুয়েতের নতুন আমির শেখ মেশাল


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:১৫ পিএম

শপথ নিলেন কুয়েতের নতুন আমির শেখ মেশাল

কুয়েতের নতুন আমির শেখ মেশাল আল-আহমাদ আল-সাবাহ (৮৩) স্থানীয় সময় বুধবার সকালে দেশটির সংসদে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। এর মাধ্যমে ধনী উপসাগরীয় রাজতন্ত্রে তাঁর শাসন শুরু হলো। আলজাজিরা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে শনিবার সৎভাই শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহর মৃত্যুর পর শেখ মেশাল দেশটির নতুন আমির হিসেবে মনোনীত হন।

 
প্রতিবেদনে বলা হয়েছে, শেখ মেশাল তাঁর উদ্বোধনী ভাষণে দেশ ও জনগণকে রক্ষা করার, সাংবিধানিক নীতি মেনে চলা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেছেন।

 

 

নতুন কুয়েতি আমির ঘোষণা করেছেন, ‘আমি রাষ্ট্রের সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা, জনগণের স্বাধীনতা, স্বার্থ ও সম্পত্তি রক্ষা এবং দেশের স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য সর্বশক্তিমান আল্লাহর নামে শপথ করছি।’

শেখ মেশাল এর আগে ২০০৪ থেকে ২০২০ সাল পর্যন্ত কুয়েতের ন্যাশনাল গার্ডের উপপ্রধান এবং ষাটের দশকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদানের পর ১৩ বছর রাষ্ট্রীয় নিরাপত্তা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে রাজনৈতিক বিশ্লেষক হুসেইন জামাল আলজাজিরাকে বলেছেন, কুয়েতের পররাষ্ট্রনীতি সম্ভবত নতুন আমিরের অধীনে ‘যেমন আছে তেমনই থাকবে।

 

 

আলজাজিরা বলেছে, নেতা হিসেবে শেখ মেশালকে শাসক পরিবার ও এর সমালোচকদের মধ্যে দীর্ঘস্থায়ী অচলাবস্থা এবং বিভক্ত সংসদে দীর্ঘস্থায়ী চাপের সঙ্গে লড়াই করতে হবে। ২০২২ সালে শেখ মেশাল সরকার ও সংসদের মধ্যে দীর্ঘস্থায়ী বিরোধে হস্তক্ষেপ করেছিলেন। তিনি সংসদ ভেঙে দেন, নতুন নির্বাচনের আদেশ দেন এবং প্রধানমন্ত্রীর স্থলাভিষিক্ত হন। কিন্তু ভোটে বা সংসদের স্পিকার নির্বাচনের ক্ষেত্রে হস্তক্ষেপ করার কোনো অভিপ্রায় ঘোষণা করেননি।

 

 

কুয়েতি থিংকট্যাংক রিকোনাইসেন্স রিসার্চের আবদুল আজিজ মোহাম্মদ আল-আঞ্জেরি আলজাজিরাকে বলেছেন, শেখ মেশাল সম্ভবত একজন ‘সংস্কারবাদী’ হিসেবে শাসন করবেন। তাঁর মতে, ‘তিনি (শেখ মেশাল) এমন এক ব্যক্তিত্ব, যিনি স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্বকে তাঁর সিদ্ধান্তে প্রভাব ফেলতে দেন না।’