NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

নিউইয়র্কে প্রথমবারের মতো অস্থায়ী শহীদ বেদীতে পূষ্পমাল্য অর্পণ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:০৯ পিএম

নিউইয়র্কে প্রথমবারের মতো অস্থায়ী শহীদ বেদীতে পূষ্পমাল্য অর্পণ

প্রতি বছরের মতো এবছরও গভীর শ্রদ্ধায় নিউইয়র্কে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। এবারই প্রথম সিটির জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় প্রথমবারের মতো ঢাকার রায়ের বাজারে প্রতিষ্ঠিত বদ্যভূমির আদলে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে পূষ্পমাল্য অর্পণ করে দেশের শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট-উত্তর আমেরিকা’র উদ্যোগে এই আয়োজন ছাড়াও বাংলাদেশ কনস্যুলেট ও জতিসংঘে বাংলাদেশ মিশন পৃথক পৃথক আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করেছে। খবর ইউএনএ’র।

সম্মিলিত সাংস্কৃতিক জোট-উত্তর আমেরিকা’র শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োন করে। এরপর ডাইভার সিটি প্লাজায় নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন ছাড়াও সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীরা পূষ্পমাল্য অর্পণ করেন। প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী বুদ্ধিজীবি দিবসের অনুষ্ঠানে যোগ দেন।

জুইস সেন্টারে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসী শিল্পীরা দেশের গান, নৃত্য, আবৃত্তি ও নাটক পরিবেশন করে উপস্থিত দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন। এছাড়ও ছিলো দলীয়ভাবে মুক্তিযুদ্ধ ভিত্তিক দেশের গান পরিবেশনা। সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জরপ্রিয় শিল্পী দিনাত জাহান মুন্নী ছাড়াও প্রবাসের জনপ্রিয় শিল্পী চন্দন চৌধুরী ও শাহ মাহবুব। আবৃত্তি কওে গোপন সাহা।

ডাইভার সিটি প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে মোতবাতি জালিয়ে অর্থাৎ প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে এই পর্বে আনুষ্ঠানিকতা শুরু হয়। একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, লেখক ও নিউজার্সীর প্লেনসবরো সিটির নির্বাচিত কাউন্সিলম্যান ড. নূরন নবী প্রদীপ প্রজ্জলন করেন। এরপর সেখানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা ও জোটের নেতৃবৃন্দ প্রদীপ প্রজ্ঝলন করেন। এসময় কনসাল জেনারেল নাজমুল হুদা ও জাতিসংঘে বাংলাদেশ মিশনের কাউন্সিলর (কূটনীতি ও প্রেস) নাসির উদ্দিন সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রবাসীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, বীর মুক্তিযোদ্ধ ডা. মাসুদুল হাসান ও গোলাম মোস্তফা খান মিরাজ, সাংবাদিক ও লেখক হাসান ফেরদৌস, বিজ্ঞানী ড. জিনাত নবী, প্রবীন সাংবাদিক নিনি ওয়াহেদ, সাংবাদিক শিতাশু গুহ, বিশিষ্ট রাজনীতিক ড. প্রদীপ কর, শহীদ বুদ্ধিজীবি পরিবারের সন্তান সাংবাদিক-লেখক ফাহিম রেজা নূর, কবি শামস আল মমিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যানি ফেরদৌস, বাংলাদেশী-আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা)-এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাসেক মালিক সহ আরো অনেকে উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন। এখানে প্রস্তাবনা পাঠ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট-উত্তর আমেরিকা’র আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মিথুন আহমেদ। এসময় ১৯৭১-এ শহীদ বুদ্ধিজীবিদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়।

বাংলাদেশ কনস্যুলেট, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, বাংলাদেশী-আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা), বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা), ড্রামা সার্কল, আমেরিকান-বাংলাদেশ প্রেসক্লাব, নিউইয়র্ক সাহিত্য একাডেমী, রবীন্দ্র সম্মিলন পরিষদ, জ্যাকসন হাইটস এলাকাবাসী, সুচিত্র সেন মেমোরিয়াল একাডেমী, জেনোসাইট ৭১, প্রজন্ম ৭১, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, একুশে চেনা পরিষদ, বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস (বাফা), বেঙ্গলী ক্লাব ইউএস, শোটাইম মিউজিক প্রভৃতি সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে অস্থায়ী শহীদ বেদীতে পূষ্পমাল্য অর্পণ করা হয়। সংশ্লিস্টরা একে একে শহীদ বেদীতে পুষ্প অর্পন করে শহীদ বুদ্বিজীবিদেও প্রতি শ্রদ্ধা জানান। এসময় শহীদ বেদী ফুলে ফুলে ছেয়ে যায়।

উল্লেখ্য, সম্মিলিত সাংস্কৃতিক জোট-উত্তর আমেরিকা বিগত ২৪ বছর ধওে নিউইয়র্কে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করে আসছে। অর এবারই প্রথম সিটির জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় প্রথমবারের মতো ঢাকার রায়ের বাজারে প্রতিষ্ঠিত বদ্যভূমির আদলে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে পূষ্পমাল্য অর্পণ করে দেশের শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এই বেদী নির্মান করেন শিল্পী জাহেদ শরীফ। অস্থায়ী শহীদ বেদীিেট উপস্থিত বাংলাদেশী ছাড়াও ভিনদেশীদের দৃষ্টি কাড়ে।