ফিলিস্তিনের গাজা উপত্যকায় কার্যকর যুদ্ধবিরতির আহবান জানিয়েছে ইসরায়েলের পশ্চিমা মিত্র যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। তবে অব্যাহত চাপের মুখেও যুদ্ধবিরতির বিপক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে গাজায় হামলা বন্ধ না হলে জিম্মি মুক্তি নিয়ে নতুন কোনো আলোচনা করবে না বলে জানিয়ে দিয়েছে হামাসও।
যুক্তরাজ্য ও জার্মানি যৌথভাবে দীর্ঘমেয়াদি ‘টেকসই’ যুদ্ধবিরতির আহবান জানিয়েছে।