NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
৫০ কোটির প্রকল্প ২৫ কোটিতেই সম্পন্ন, প্রধান উপদেষ্টার প্রশংসা আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা মহান মে দিবস আজ আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ তিন নায়কের প্রতিদ্বন্দ্বিতা, জমজমাট ঢালিউড চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা
Logo
logo

বক্স অফিসে চালকের আসনে ‘ওয়ানকা’


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২০ এএম

বক্স অফিসে চালকের আসনে ‘ওয়ানকা’

মুক্তি পেয়েছে টিমোথি চালামেটের প্রত্যাশিত চলচ্চিত্র ‘ওয়ানকা।’ প্রত্যাশা অনুযায়ী মুক্তির প্রথম দিনই ভাল আয় করেছে এটি। মার্কিন যুক্তরাষ্ট্রে ১৪.৪ মিলিয়ন আয় দিয়ে উদ্বোধনী দিনে আত্মপ্রকাশ করেছে ওয়ানকা।

পল কিং পরিচালিত চলচ্চিত্রটি দর্শকদের বিশুদ্ধ কল্পনা থেকে উদ্ভূত এক অদ্ভুত জগতে ভ্রমণ করায়।

 
বক্স অফিসে দুর্দান্ত শুরুর পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়াচ্ছে ওয়ানকা। 

 

1
‘ওয়ানকা’

ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, মহামারী এবং সাগ আফট্রা ধর্মঘটের কারণে বিলম্বের সম্মুখীন হওয়া সত্ত্বেও ‘ওয়ানকা’ প্রথম সপ্তাহান্তে বক্স অফিসে প্রায় ৩৫ মিলিয়ন আয়ের লক্ষমাত্রা রেখেছিল যা পুরণ হতে যাচ্ছে বলেই ধারণা করা হচ্ছে। এটি টিমোথি চালামেটের উদ্বোধনী আয়ের দিক থেকে দ্বিতীয় শীর্ষ-আয়কারী চলচ্চিত্র হয়ে উঠেছে। এর আগে ২০২১ সালে ‘ডুন’ প্রথম দিন ৪১ মিলিয়ন আয় করেছিল।

 
বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, ওয়ানকা আগামী রবিবারের মধ্যে বিশ্বব্যাপী ১০০ মিলিয়নেরও বেশি উপার্জন করবে।

 

ওয়ানকা’র গল্প নেওয়া হয়েছে ১৯৬৪ সালে প্রকাশিত রোলাড ডাহালের লেখা জনপ্রিয় হোমনিমাস উপন্যাস থেকে। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রশংসিত হয়েছে।

ওয়ার্নার ব্রোস প্রযোজিত ও পল কিং পরিচালিত ওয়ানকাতে তরুণ উইলি ওয়ানকার চরিত্রে অভিনয় করেছেন টিমোথি চালমেট যিনি তার গান এবং অভিনয় প্রতিভা প্রদর্শন করেন।

 
কীভাবে উইলি ওয়ানকা রোল্ড ডাহলের ‘চার্লি অ্যান্ড দ্য চকোলেট’ ফ্যাক্টরি থেকে একজন সুপরিচিত ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন, সেই গল্পই বলবে ওয়ানকা। অলিভিয়া কোলম্যান, স্যালি হকিন্স এবং রোয়ান অ্যাটকিনসনও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন এতে। সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ১২৫ মিলিয়ন ডলার।