খারাপ লাগছিল সমর্থকদের জন্য। ওরা সব সময় পাশে ছিল। স্বপ্ন দেখছিল আমরা বিশ্বকাপ জিতব।’
সবাইকে ধন্যবাদ জানিয়ে রোহিত বলতে থাকেন, ‘বিশ্বকাপের সময় আমরা যেখানে যেখানে গিয়েছি, সকলে সমর্থন করেছে। মাঠে যারা এসেছে, বাড়িতে বসে যারা দেখছে, সকলে আমাদের পাশে ছিল। তাদের সকলকে ধন্যবাদ। কিন্তু এ নিয়ে ভাবতে গেলেই আমার মধ্যে হতাশা কাজ করে। আমরা এই সমর্থকদের শেষ পর্যন্ত আনন্দ দিতে পারিনি।’
প্রতিটি ম্যাচেই গোটা দেশের প্রত্যাশা নিয়ে ভারত মাঠে নেমেছিল বলে জানিয়েছেন তিনি। অতীত ভুলে আবার নতুন করে শুরুর প্রতিশ্রুতি দিয়ে রাখলেন রোহিত, ‘ক্রিকেটারদের ওপর কী ধরনের চাপ থাকে সেটা সমর্থকদেরও বুঝতে হয়। আমরা খুবই ভাগ্যবান যে এমন হারের পরও সমর্থকেরা রাগ, ক্ষোভ কোনো কিছুই দেখায়নি। বরং ভালোবাসা জানিয়েছে। খুব ভালো লেগেছে এটা দেখে। আমরা আবার নতুনভাবে শুরু করব। আবার পুরস্কার জয়ের জন্য ঝাঁপাব।’
ক্যারিয়ারে প্রথমবার ৫০ ওভারের বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিচ্ছিলেন রোহিত। বিশ্বকাপ জিততে মরিয়া ছিলেন খেলোয়াড়রাও। স্বপ্ন আলোর মুখ না দেখায় সবার সঙ্গে ব্যথিত রোহিত নিজেও, ‘৫০ ওভারের বিশ্বকাপ দেখেই বড় হয়েছি। আমার কাছে ওটাই ক্রিকেটের সেরা প্রতিযোগিতা। এত বছর ধরে পরিশ্রম করছিলাম শুধু এই বিশ্বকাপ জেতার জন্যই। শেষ পর্যন্ত এমন ফল হলে হতাশ তো লাগবেই। এত বছর ধরে যে স্বপ্নটা দেখছিলাম, সেটাই সত্যি হলো না। হতাশ হওয়ারই কথা।’