ঝড় ও ভারি বৃষ্টিপাতে সৌদি আরবের পবিত্র মক্কা নগরী ও এর আশপাশের এলাকা পানিতে ডুবে গেছে। দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) বেশ কয়েকটি এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে। এনসিএমের পূর্বাভাস অনুসারে, আজ মঙ্গলবারও সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঝড় এবং শিলাবৃষ্টিসহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
গতকাল সোমবার দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, সৌদি আরবের আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, দেশটিতে আগামীকাল বুধবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকতে পারে।
স্থানীয় সময় রবিবার সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাত ও বজ্রঝড়ের খবর পাওয়া যায়। জেদ্দাসহ অন্যান্য শহরেও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতির বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে সয়লাব হয়ে পড়েছে। আরব স্টর্মসের বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে, প্রবল বৃষ্টিতে মক্কার রাস্তাগুলো প্লাবিত হয়েছে এবং গাড়িগুলো সতর্কতার সঙ্গে পানির মধ্যে দিয়েই চলাচল করছে।
বন্যার পানি পার্ক করা গাড়ির জানালা পর্যন্ত পৌঁছে গেছে।
এনসিএম দেশের বিভিন্ন অংশে হলুদ সতর্কতা জারি করে চলমান আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বাসিন্দাদের সতর্ক করেছে। ভয়াবহ ঝড়-বৃষ্টি ও প্রবল ঝোড়ো বাতাসের মধ্যেও মক্কায় পবিত্র কাবার আশপাশে নিয়ম মেনে ইবাদত পালন করতে দেখা গেছে মুসলমানদের। আবহাওয়ার বিষয়ে মক্কার ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্টে বাসিন্দা এবং দর্শনার্থীদের সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে।