২০২০ সালের ফাইনালে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ যুবদল। সেই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের যুব বিশ্বকাপ। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের। গতকাল আইসিসি ২০২৪ যুব বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে।
খবর প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম
২০২০ সালের ফাইনালে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ যুবদল। সেই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের যুব বিশ্বকাপ। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের। গতকাল আইসিসি ২০২৪ যুব বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে।
এই আসরটি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা থেকে যুব বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নিয়েছে আইসিসি। নতুন সূচিতে ব্লুমফন্টেইনে উদ্বোধনী ম্যাচে স্বাগতিকরা মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের।