NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

ইতালিতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:২০ এএম

ইতালিতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

ইতালিতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার গভীর রাতে উত্তর ইতালিতে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে ১৭ জন আহত হয়েছে তবে গুরুত্বরভাবে কেউ আহত হয়নি। সংঘর্ষের সময় দুটি ট্রেন কম গতিতে ছিল বলে দমকলকর্মী এবং ট্রেন অপারেটর জানিয়েছেন।

 

 

স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, এদিন ফেনজা ও ফোর্লি এলাকার মাঝামাঝি একটি উচ্চগতির ট্রেন এবং একটি আঞ্চলিক ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ন্যাশনাল ট্রেন অপারেটর ট্রেনিটালিয়ার একজন মুখপাত্র এএফপিকে বলেন, ‘আহতরা সামান্য আঘাত পেয়েছে। বেশিরভাগই কাটাছেঁড়ার মতো ক্ষত।’ ঘটনার তদন্ত চলছে বলে তিনি জানান।

 
 

 

অগ্নিনির্বাপক কর্মীদের প্রকাশিত ছবিতে দেখা গেছে, দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হলেও আঞ্চলিক ট্রেনের সামনের অংশটি অক্ষত ছিল। ইতালির পরিবহন মন্ত্রী মাত্তেও সালভিনি বলেছেন, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং নিশ্চিত করেছেন আহতরা সামান্য আঘাত পেয়েছেন। তিনি আরো বলেছেন, কেন এটা  ঘটেছে এবং সংশ্লিষ্টদের দায়িত্ব সম্পর্কে দ্রুত তথ্য বের করার চেষ্টা করছেন।

গত ৩১শে আগস্ট মিলান-তুরিন লাইনে রক্ষণাবেক্ষণের সময় ট্রেনের ধাক্কায় পাঁচজন রেলকর্মী মারা যাওয়ার তিন মাস পর এই দুর্ঘটনা ঘটল।

 
ইতালির রেলপথে ২০২০ সালে মিলানের দক্ষিণে লোদির কাছে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে দুই রেলকর্মী মারা যায় এবং ৩১ জন যাত্রী আহত হয়। ২০১৮ সালের জানুয়ারীতে মিলানের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হলে, তিনজন নারী মারা যায় এবং প্রায় ১০০জন আহত হয়। রক্ষণাবেক্ষণের অভাবে দুর্ঘটনাটি ঘটেছিল।