সেখানে অবস্থান করা বাস্তুচ্যুত ইয়াসের আবু আসি বলেন, ‘আমাদের সমাধান প্রয়োজন। তিন সপ্তাহের মধ্যে খাবার, ওষুধ ও চিকিৎসার অভাবে লোকজন মারা যাবে।’
জাতিসংঘের শরণার্থী সংস্থা বলেছে, ইসরায়েলি হামলার মুখে মিসর সীমান্তসংলগ্ন রাফাহ এলাকায় বিপুলসংখ্যক ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। সংস্থাটির অভিযোগ, গাজা থেকে ফিলিস্তিনিদের গণহারে বাস্তুচ্যুত করে মিসরে পাঠানোর পরিস্থিতি তৈরি করছে ইসরায়েল।
নিরাপত্তা পরিষদ অকার্যকর : গুতেরেস
গাজায় যুদ্ধবিরতির আহবান জানিয়ে তোলা প্রস্তাব নিরাপত্তা পরিষদে আবারও ব্যর্থ হওয়ায় পরিষদকে অকার্যকর আখ্যা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
গতকাল দোহা ফোরামে অংশ নিয়ে জাতিসংঘের মহাসচিব বলেন, ‘ভূ-কৌশলগত বিভাজনের কারণে সংঘাত নির্মূল না হওয়ায় নিরাপত্তা পরিষদ অকার্যকর হয়ে পড়েছে। যুদ্ধবিরতির আহবান জানাতে বিলম্ব করায় পরিষদের কর্তৃত্ব ও বিশ্বাসযোগ্যতা গুরুতরভাবে ক্ষুণ্ন হয়েছে। আমি মানবিক যুদ্ধবিরতির আহবান পুনর্ব্যক্ত করছি।’
দোহা ফোরামে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি বলেন, ‘যুদ্ধবিরতি নিশ্চিত করতে অন্য অংশীদারদের সঙ্গে নিয়ে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা হাল ছাড়ব না।’
এর আগে দুই দফায় সাত দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর করতে প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল কাতার। দেশটির প্রধানমন্ত্রী বলেন, অব্যাহত বোমাবর্ষণ যুদ্ধবিরতির পথকে সংকুচিত করছে।
আরো দুই মাস স্থায়ী হতে পারে যুদ্ধ
ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সম্প্রচার কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা যুদ্ধ আরো দুই মাস স্থায়ী হতে পারে। এই সময়ে কোনো যুদ্ধবিরতি হবে না। তবে বাকি জিম্মিদের মুক্ত করতে সমঝোতার চেষ্টাও করা হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজায় স্বাস্থ্যসেবার একটি ‘বিপর্যয়কর’ পরিস্থিতি বর্ণনা করেছে। সংস্থাটি বলেছে, সেখানে রোগ ছড়িয়ে পড়ার জন্য ‘আদর্শ’ পরিস্থিতি বিরাজ করছে।
সূত্র : আলজাজিরা, এএফপি