NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

সৌদিতে বিমান বিধ্বস্ত হয়ে সবাই নিহত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:০৯ পিএম

>
সৌদিতে বিমান বিধ্বস্ত হয়ে সবাই নিহত

সৌদি আরবের রয়্যাল এয়ার ফোর্সের একটি এফ-১৫এসএ যুদ্ধবিমান প্রশিক্ষণ মিশনের সময় বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা দুই সেনার সবাই নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আল আরাবিয়ার।

 

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি জানান, দাহরানের কিং আবদুল আজিজ বিমানঘাঁটিতে নিয়মিত প্রশিক্ষণের সময় একটি এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে।

সৌদিতে বিমান বিধ্বস্ত হয়ে সবাই নিহত
যুদ্ধবিমান

এর আগে গত জুলাই মাসে খামিস মুশাইতে প্রশিক্ষণের সময় সৌদি আরবের একটি এফ-১৫ বিমান বিধ্বস্ত হয়।

 

গত বছরের নভেম্বরে, সৌদি আরবের কিং আবদুল আজিজ বিমানঘাঁটিতে একটি এফ-১৫ বিমান বিধ্বস্ত হয়। বিধ্বস্তের কারণ হিসেবে কারিগরি ত্রুটি উল্লেখ করা হয়েছে।