আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন মোহামেদ সালাহ, আশরাফ হাকিমি ও ভিক্টর ওসিমহেন। সালাহ এর আগে দু’বার এ পুরস্কার জিতেছেন। হাকিমি ও ওসিমহেন প্রথমবারের মত সেরা তিনে।
বিশ্বকাপে মরক্কোকে সেমিফাইনালে তোলায় বড় অবদান হাকিমির।
খবর প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:১৭ এএম
আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন মোহামেদ সালাহ, আশরাফ হাকিমি ও ভিক্টর ওসিমহেন। সালাহ এর আগে দু’বার এ পুরস্কার জিতেছেন। হাকিমি ও ওসিমহেন প্রথমবারের মত সেরা তিনে।
বিশ্বকাপে মরক্কোকে সেমিফাইনালে তোলায় বড় অবদান হাকিমির।
সালাহ টানা দুবার বর্ষসেরা হওয়ার পর শেষ দুই বছর রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে।
এর আগে গত ১ নভেম্বর ৩০ জনের তালিকা প্রকাশ করা হয়েছিল।