ওরা একটা নির্দেশও দিতে পারেনি।’ আরো এক বন্দির আত্মীয় জানিয়েছেন, ‘বৈঠকে রীতিমতো উত্তেজনা ছিল। অনেকেই সেখানে চিৎকার করেছেন।’
মুক্তিপ্রাপ্ত জিম্মিদের অভিজ্ঞতা জানার জন্য বৈঠকটি করা হয়েছিল। জিম্মি পরিবারগুলোর প্রতিনিধিত্বকারী একটি দল নাম প্রকাশ না করে বলেছে, বৈঠকের কিছু কথা প্রাক্তন জিম্মিদের করা মন্তব্য থেকে নেওয়া হয়েছে। এখানে জিম্মিদের সঙ্গে হামাসের দুর্ব্যবহারের কথা বলা হয়েছে, তবে অনেক অভিযোগ জিম্মিদের চিন্তায় পরিবারগুলো আবেগতাড়িত হয়ে বলেছিল।
জেনিফার মাস্টার নামে একজন বলেছেন, ‘বৈঠকে রীতিমতো উত্তেজনা ছিল। অনেকেই সেখানে চিৎকার করেছেন।’ তিনি আরো বলেন, ‘আমরা সবাই আমাদের প্রিয়জনদের বাড়িতে ফিরে আসার চেষ্টা করছি। সেখানে অনেকে বলছে, তারা জিম্মি থাকা নারীদের বা বাকি শিশুদের ফেরত চায়, আবার কেউ কেউ বলছে পুরুষদের ফেরত চাই।’