ঘটনাবহুল একটা দিনই কাটল মিরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে। দিনভর দুই দলের স্পিনারদের দাপট, তাতে মুড়ি-মুড়কির মতো উইকেটের পতন, প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে মুশফিকের ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট―সব মিলিয়ে মাঠ থেকে চোখ সরানো ছিল দায়!
সে যা-ই হোক, চা বিরতির আধাঘণ্টা পর বাংলাদেশ ১৭২ রানে গুটিয়ে যাওয়ার পর দিনটা নিউজিল্যান্ডেরই ভাবা হচ্ছিল। তখনো কে জানত, কিউইদের ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড আজকেই ভেঙে দেবে বাংলাদেশ। পেসার শরীফুল ইসলামকে দিয়ে আক্রমণ শুরু হলেও ওই একটা ওভারই করার সুযোগ পান এই বাঁহাতি।