NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
৫০ কোটির প্রকল্প ২৫ কোটিতেই সম্পন্ন, প্রধান উপদেষ্টার প্রশংসা আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা মহান মে দিবস আজ আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ তিন নায়কের প্রতিদ্বন্দ্বিতা, জমজমাট ঢালিউড চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা
Logo
logo

হিরানি-শাহরুখ জাদুতে প্রশংসিত ‘ডানকি’র ট্রেলার


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

হিরানি-শাহরুখ জাদুতে প্রশংসিত ‘ডানকি’র ট্রেলার

প্রকাশ হয়ে গেল বছরের অন্যতম প্রত্যাশিত চলচ্চিত্র শাহরুখ খানের ‘ডানকি’র ট্রেলার। দীর্ঘদিন ধরেই ট্রেলারটির অপেক্ষায় ছিলেন শাহরুখভক্তরা। আর ট্রেলার মুক্তির পর ব্যাপক সাড়া ফেলেছে ডানকি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মাত্র চার ঘণ্টার মধ্যে প্রায় সাড়ে পাঁচ মিলিয়ন দর্শক দেখে নিয়েছে ট্রেলারটি।

 

 

ট্রেলারে দেখা গেছে, অবৈধভাবে কয়েকজন যুবক-যুবতীর ভারত থেকে লন্ডনে পাড়ি দেওয়ার গল্প বলবে শাহরুখ-হিরানির ডানকি। পাঁচ বন্ধুর লন্ডনে যাওয়ার স্বপ্নকে পুঁজি করেই চিত্রনাট্য সাজিয়েছেন রাজু হিরানি। ট্রেলারে এই প্রতিটি চরিত্রকে আলাদা আলাদা করে ফুটিয়ে তুলেছেন পরিচালক। সেই পাঁচ বন্ধুর স্বপ্ন একটাই, লন্ডনে যাওয়া।

 
কিন্তু সেই স্বপ্নের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ইংরেজি ভাষা। ট্রেলারে সিনেমাটির প্রধান অভিনেতা শাহরুখের মুখে শোনা যায়, ব্রিটিশরা যদি ভারতীয় ভাষা না জেনে প্রায় দুই শ বছর ভারত শাসন করতে পারে, তবে ইংরেজি না জেনে লন্ডন যাওয়া যাবে না কেন? আর এই প্রশ্নের উত্তরই মিলবে সিনেমায়।

 

বলিউডের গুণী পরিচালক রাজকুমার হিরানির সিনেমা মানেই হাসি-মজার মোড়কে ঘেরা সামাজিক বার্তা। ‘ডানকি’তেও যে তার অন্যথা হবে না তা এত দিনে আন্দাজ করেই ফেলেছেন দর্শকরা।

 
আর এতে শাহরুখ খান যে একেবারে অন্য ভূমিকায় ধরা দেবেন, তা আলোচনায় ছিলই। ট্রেলার মুক্তির পর সেই আলোচনা আরো কয়েক গুণ বেড়ে গেল। 

 

এই বছরটাই যেন শাহরুখময়! চলতি বছর পরপর দুটি অলটাইম ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন বলিউড বাদশাহ। এখন মুক্তির অপেক্ষা ‘ডানকি’। প্রথমবারের মতো গুণী নির্মাতা রাজকুমার হিরানির সঙ্গে কাজ করেছেন শাহরুখ খান।

 
নিঃসন্দেহে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় পরিচালক রাজকুমার হিরানি, যিনি সামাজিক কমেডি স্পেসে ক্লাসিক দিয়ে দর্শকদের মন জয় করেছেন। তাই শাহরুখ-হিরানি জুটির ‘ডানকি’ ২০২৩ সালের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্রগুলোর মধ্যে একটি, যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা। 

 

এদিকে ডানকির সঙ্গে একই দিন মুক্তি পাচ্ছে প্রভাসের ‘সালার : পার্ট ১-সিজফায়ার’। তাই ভারতের সবচেয়ে বড় সিনেমাটিক সংঘর্ষ দেখার অপেক্ষায় দর্শকরা। সামাজিক মাধ্যমে যে যুদ্ধ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। শাহরুখ ও প্রভাস ভক্তদের পাল্টাপাল্টি অবস্থানে এই মুহূর্তে সিনেমা দুটি ঘিরে হাইপ তুঙ্গে। গত সপ্তাহেই ট্রেলার মুক্তি দিয়েছে সালার। আর এখন ডানকির ট্রেলার প্রকাশ হতেই বেজে গেল যুদ্ধের দামামা। দেখা যাক, মুখোমুখি লড়াইয়ে কে জিতে? বলিউড বাদশাহ শাহরুখ খান নাকি দক্ষিণের রেবেল স্টার প্রভাস!