‘কাঁটা সরাইতে গেলে তো একটু আঘাত লাগবেই মোবারক। আমার নাম মোবারক হোসেন ভুঁইয়া। আমি আপনাদের মতোই একজন সাধারণ মানুষ। পেশায় আইনজীবী।
খবর প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:১৬ এএম
‘কাঁটা সরাইতে গেলে তো একটু আঘাত লাগবেই মোবারক। আমার নাম মোবারক হোসেন ভুঁইয়া। আমি আপনাদের মতোই একজন সাধারণ মানুষ। পেশায় আইনজীবী।
১ মিনিট ৪৯ সেকেন্ডের এই প্রমোতে দেখানো হয়েছে ‘মোবারকনামা’র কিছু দৃশ্য এবং সঙ্গে ছিল মোশাররফ করিমের কিছু বার্তা। এই অভিনেতাকে বলতে শোনা যায়, ‘জীবনে পাওয়া না পাওয়ার ভিড়ে একটা জিনিসকেই আঁকড়ে ধরে আছি। সেটা হলো সত্য ও সততা।
‘মোবারকনামা’ নির্মাণ করেছেন নির্মাতা গোলাম সোহরাব দোদুল। আট পর্বের এই সিরিজে আইনজীবীর চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। সিরিজটিতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন শবনম ফারিয়া, জেনি, শাহনাজ সুমিসহ অনেকে। আগামী ২১ ডিসেম্বর এটি মুক্তি পাবে।