ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ফিনিশার বলা হয় মহেন্দ্র সিং ধোনিকে। ভারতের সাবেক এই অধিনায়ক ব্যাট হাতে ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছেন। তার মতো করে ম্যাচ শেষ করতে অনেক ক্রিকেটারই তাকে অনুপ্রেরণা হিসেবে মানেন। তেমনি একজন শাই হোপ।
খবর প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৪৬ পিএম
ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ফিনিশার বলা হয় মহেন্দ্র সিং ধোনিকে। ভারতের সাবেক এই অধিনায়ক ব্যাট হাতে ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছেন। তার মতো করে ম্যাচ শেষ করতে অনেক ক্রিকেটারই তাকে অনুপ্রেরণা হিসেবে মানেন। তেমনি একজন শাই হোপ।
ইংল্যান্ডের দেওয়া ৩২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ ছক্কায় ৮৩ বলে ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন হোপ। ঠাণ্ডা মাথায় 'পারফেক্ট' ফিনিশারের মতো ম্যাচ শেষ করে আসেন হোপ। ভারতীয় সাবেক অধিনায়ক ধোনির দেওয়া টোটকা কাজে লাগিয়েই এভাবে ম্যাচ শেষ করতে পেরেছেন বলে জানান হোপ,''কিছু দিন আগে এমএস ধোনির সঙ্গে কথা হয়েছে আমার।
সবশেষ ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।