খবর প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৩, ১২:১৯ এএম
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী কানো তাকেহিরোকে।
মঙ্গলবার (১২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মন্ত্রী কানোর সঙ্গে সাক্ষাতের তথ্য এক টুইট বার্তায় জানিয়েছেন পররাষ্ট্রসচিব নিজেই।
টুইটে কানোর সঙ্গে আলোচনার বিষয়ে পররাষ্ট্রসচিব লিখেছেন, আমরা বাংলাদেশ এবং জাপানের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছি। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ কীভাবে বাড়ানো যায়, সেটি নিয়েও আলোচনা হয়েছে।