NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
৫০ কোটির প্রকল্প ২৫ কোটিতেই সম্পন্ন, প্রধান উপদেষ্টার প্রশংসা আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা মহান মে দিবস আজ আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ তিন নায়কের প্রতিদ্বন্দ্বিতা, জমজমাট ঢালিউড চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা
Logo
logo

অপ্রতিরোধ্য ‘অ্যানিমেল’, ৩ দিনে ৩৫৬ কোটি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫২ এএম

অপ্রতিরোধ্য ‘অ্যানিমেল’, ৩ দিনে ৩৫৬ কোটি

১ ডিসেম্বর মুক্তি পেয়েছে বছরের অন্যতম প্রত্যাশিত চলচ্চিত্র অ্যানিমেল। আর প্রত্যাশা অনুযায়ী মুক্তির প্রথম দিনেই সুনামির বেগে ঝড় তুলেছে চলচ্চিত্রটি। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত অ্যানিমেল বক্স অফিসে রীতিমতো অপ্রতিরোধ্য। ভারতে তিনদিনেই ২০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে অ্যানিমেল।

 

 

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর মতে, অ্যানিমেল তৃতীয় দিন ভারতে ৭২.৫০ কোটি রুপি আয় করেছে। প্রথম দিন সিনেমাটি ভারতে আয় করে ৬৩.৮ কোটি এবং দ্বিতীয় দিন ৬৬.২৭ কোটি আয় করেছে। তিন দিনে ভারতে অ্যানিমেলের মোট আয় এখন ২০২.৫৭ কোটি। শাহরুখ খানের ‘জওয়ান’ এ বছর তিন দিনে ২০৬.০৬ কোটি রুপি এবং ‘পাঠান’ ১৬৬.৭৫ কোটি রুপি আয় করেছিল।

 

 

এদিকে ভারতের মতো বৈশ্বিক বাজারেও দুর্দান্ত সাড়া ফেলেছে অ্যানিমেল। তিন দিনে বিশ্বব্যাপী ৩৫৬ কোটির মতো আয় করে নিয়েছে রণবীর কাপুরের সিনেমাটি।

ফিল্ম বাণিজ্য বিশ্লেষক রমেশ বালার মতে, অ্যানিমেল তার প্রথম সপ্তাহান্তে বিশ্বব্যাপী ৩৫০ কোটির ল্যান্ডমার্ক অতিক্রম করেছে। তিনি বলেছেন, অ্যানিমেল মাত্র তিন দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ৩৬০ কোটি আয় করেছে।

 
 

 

1

সোমবার, রমেশ বালা এক্সে (আগের টুইটার) লিখেছেন, ‘৩ দিনের উদ্বোধনী সপ্তাহান্তে অ্যানিমেল বিশ্বব্যাপী বক্স অফিসে ৩৬০ কোটি রুপি আয় করেছে।’ অপর একটি টুইটে এই বাণিজ্য বিশ্লেষক উত্তর আমেরিকায় অ্যানিমালের বিশাল বক্স অফিস সংগ্রহের বিবরণ শেয়ার করেছেন, যেখানে রণবীর কাপুর-অভিনীত তার প্রথম সপ্তাহান্তে ৬ মিলিয়ন (প্রায় ৪১.৩ কোটি) আয় করেছে।

যদিও অ্যানিমেল আরেকটি বড় সিনেমার সঙ্গে বক্স অফিসে মুখোমুখি হয়েছে, তবে বক্স অফিস পুরোটাই নিজের নিয়ন্ত্রণে রেখেছেন রণবীর। ভিকি কৌশল অভিনীত মেঘনা গুলজারের পিরিয়ড ড্রামা ‘শ্যাম বাহাদুর’-এর সঙ্গে মুক্তি পেয়েছে অ্যানিমেল। তবে দর্শকমহলে দুর্দান্ত সাড়া পেলেও সিনেমাটি অতিরিক্ত ভায়োলেন্স, যৌনতা, সহিংসতার জন্য তীব্র নিন্দার সম্মুখীন হচ্ছে।

 
সামাজিক মাধ্যমে বেশ চর্চা চলছে অ্যানিমেলকে ঘিরে। বক্স অফিসে আয়ের গ্রাফ বাড়ছেই সিনেমাটির। অপরদিকে নিখুত অভিনয়শৈলী ও চমৎকার চিত্রনাট্যের জন্য প্রশংসিত হচ্ছে ভিকি কৌশলের শ্যাম বাহাদুর। যদিও বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি চলচ্চিত্রটি। তিনদিনে ভারতে মাত্র ২৫.৫৫ কোটি আয় করতে পেরেছে শ্যাম বাহাদুর।

 

‘অ্যানিমেল’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। তাঁর বাবার ভূমিকায় রয়েছেন অনিল কাপুর। স্ত্রীর ভূমিকায় রাশ্মিকা মান্দানা। খলনায়ক হিসেবে অভিনয় করেছেন ববি দেওল। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শক্তি কাপুর ও তৃপ্তি দিমরি।