বর্তমান তফসিল বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করলেন নিউইয়র্ক স্টেট বিএনপি আয়োজিত সমাবেশের বক্তারা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এই সংগঠন আয়োজিত সমাবেশে বক্তারা আরও বলেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। তারা বলেন, কোন ভাবেই এই নির্বাচন কারও কাছে গ্রহণযোগ্য হবেনা। বক্তারা নির্বাচন কমিশনের একপেশে আচরণের তীব্র নিন্দাও জানিয়েছেন।

সমাবেশে সভাপতিত্ব করেন নিউইয়র্ক স্টেট বিএনপি’র আহবায়ক ওয়ালিউল্লাহ আতিকুর রহমান। আর সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব সাঈদুর রহমান সাঈদ।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।পরে একটি বিশাল মিছিল জ্যাকসন হাইটসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মাকসুদ এইচ চৌধুরী, গণতন্ত্র পুনরুদ্ধার মঞ্চের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি জসীমউদ্দিন ভিপি।র্যালিতে আরও ছিলেন বিএনপি নেতা রিয়াজ মাহমুদ, আনোয়ার হোসেন, নাসিম আহমেদ, নীরা রাববানী, বিএনপি নেতা ও সাংবাদিক আনিসুর রহমান, দেওয়ান কাউসার, এ আর মাহবুব হোসেন, হুমায়ুন কবির, আরিফুর রহমান, ওয়াহেদ আলী মন্ডল, মো. মোতাহার হোসেন, হাবিবুর রহমান হাবিব বাচচু মিয়া, জাফর উদ্দিন, গোলাম হোসেন, মাহবুবুর রহমান মুকুল, মো. রইচ উদ্দিন, আলমগীর হোসেন, জিনাত রেহেনা রিনা, সাঈদা আক্তার পলি, মনিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক সাইফুল খান হারুন, শ্রমিক দলের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি জাহাংগীর এম আলম, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীন প্রমুখ।