বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সৈয়দা সুলতানা রাজিয়া এ বছরের মর্যাদাপূর্ণ ‘ওপিসিডাব্লিউ-দ্য হ্যাগ’ পুরস্কার পেয়েছেন। রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার (ওপিসিডাব্লিউ) মহাপরিচালক ফার্নান্দো আরিয়াস এবং ডাচ সরকারের পক্ষে রাণাপ্রদূত হেঙ্ক ভ্যান ডার কোয়াস্ট গত সপ্তাহে ওপিসিডাব্লিউর ২৮তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে রাজিয়ার হাতে এ পুরস্কার তুলে দেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে।
অধ্যাপক সৈয়দা সুলতানা রাজিয়া ছাড়াও আফ্রিকান সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির পরিচালক হুবার্ট কে ফয় এবং সুইজারল্যান্ডের স্পিজ ল্যাবরেটরি এ বছর ওপিসিডাব্লিউ-দ্য হ্যাগ পুরস্কার পেয়েছেন।