স্টাম্পে তাক করা ডেলিভারিটি ঠিকঠাক পড়তে পারলেন না কেন উইলিয়ামসন। ব্যাট ফাঁকি দিয়ে বল গিয়ে আঘাত করে তাঁর পায়ে। জোরালো আবেদন বাংলাদেশ দলের। ফিল্ড আম্পায়ারের আউটের সিদ্ধান্ত।
খবর প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২১ এএম
স্টাম্পে তাক করা ডেলিভারিটি ঠিকঠাক পড়তে পারলেন না কেন উইলিয়ামসন। ব্যাট ফাঁকি দিয়ে বল গিয়ে আঘাত করে তাঁর পায়ে। জোরালো আবেদন বাংলাদেশ দলের। ফিল্ড আম্পায়ারের আউটের সিদ্ধান্ত।
উইলিয়ামসন বিদায় নেন ১১ রানে। ওখানেই বিজয়ের পথ প্রশস্ত হয় বাংলাদেশ দলের।
৩৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১৩ রান তুলতে ৭ উইকেট হারিয়েছে কিউইরা। আগামীকাল শেষ দিনে হাতে থাকা ৩ উইকেটে তাদের প্রয়োজন আরো ২১৯ রান।
আজ গোটা দিনে পড়েছে ১৪ উইকেট। যেখানে সকালে ব্যাট করতে নামা বাংলাদেশ দল দ্বিতীয় ইনিংসের ৭ উইকেট হারিয়ে তোলে ১২৬ রান। অর্ধশতক করেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ।
শুরুটা করেছিলেন বাংলাদেশের একমাত্র পেসার শরিফুল ইসলাম। ইনিংস শুরুর ওভারে ফেরান রান তাড়ায় নামা কিউই ওপেনার টম ল্যাথামকে। এরপর দায়িত্ব কাঁধে তুলে নেন স্পিনাররা। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট তাইজুলের। মিরাজ ও নাঈম হাসান নিয়েছেন ১টি করে উইকেট।
সফরকারী ব্যাটারদের জুটি বড় হতে দেননি বাংলাদেশের বোলাররা। তাতে বিপদে পড়তে হয়েছে নিউজিল্যান্ডকে। পরাজয়ের শঙ্কা নিয়ে দিন শেষ করেছে তারা।