আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ খেলা নিশ্চিত করল উগান্ডা। প্রথমবার বিশ্বকাপ খেলবে আফ্রিকার দেশটি। উগান্ডার সুখবরে কপাল পুড়েছে জিম্বাবুয়ের। আর বিশ্বকাপ খেলা হচ্ছে না তাদের।
খবর প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২১ এএম
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ খেলা নিশ্চিত করল উগান্ডা। প্রথমবার বিশ্বকাপ খেলবে আফ্রিকার দেশটি। উগান্ডার সুখবরে কপাল পুড়েছে জিম্বাবুয়ের। আর বিশ্বকাপ খেলা হচ্ছে না তাদের।
এই অঞ্চলের বাছাইপর্ব থেকে বাদ পড়েছে কেনিয়াও। কোয়ালিফায়ারে তানজানিয়াকে ৮ উইকেটে হারিয়ে উগান্ডার শুরু। এরপর অবশ্য নামিবিয়ার বিপক্ষে ৬ উইকেটের হার।
বিশ্বকাপে টিকিট নিশ্চিতের পথে উগান্ডার সামনে বড় বাধা ছিল কেনিয়া। গতকাল ২০০৩ বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের বিপক্ষে ৩৩ রানের জয়ে বিশ্বকাপে এক পা দিয়ে রেখেছিল উগান্ডা। তবু শেষ ম্যাচের প্রতিপক্ষ রুয়ান্ডার বিপক্ষে জিতেই বিশ্বকাপে যাচ্ছে তারা।
আজ রুয়ান্ডাকে ৬৫ রানে আটকে দিয়ে সেই লক্ষ্য ৯ উইকেট হাতে রেখে পৌঁছে গেছে উগান্ডা।