গতকাল দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ২৯৮ আসনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। অভিনেতা আসাদুজ্জামান নূর, সংগীতশিল্পী মমতাজ বেগমের সঙ্গে এবার মনোনয়ন পেয়েছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। সেই তালিকায় স্থান পাননি শোবিজের বেশ কয়েকজন মনোনয়নপ্রত্যাশী। তালিকায় রয়েছেন অভিনেতা মাসুম পারভেজ রুবেল, শাকিল খান, গায়ক এস ডি রুবেল, অভিনেত্রী রোকেয়া প্রাচী, সিমলা, মাহিয়া মাহি ও অভিনেতা সিদ্দিকুর রহমান।