নির্বাচন কমিশনে নিবন্ধিত ইসলামপন্থী ১১টি রাজনৈতিক দলের মধ্যে সাতটি নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে। কমিশনে মোট ৪৪টি রাজনৈতিক দলের নিবন্ধন রয়েছে। সর্বশেষ গতকাল শনিবার ভোটে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।
নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়া অন্য ছয়টি দল হলো : ইসলামী ঐক্যজোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ তরীকত ফেডারেশন, জাকের পার্টি ও বাংলাদেশ সুপ্রিম পার্টি।