NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
৫০ কোটির প্রকল্প ২৫ কোটিতেই সম্পন্ন, প্রধান উপদেষ্টার প্রশংসা আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা মহান মে দিবস আজ আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ তিন নায়কের প্রতিদ্বন্দ্বিতা, জমজমাট ঢালিউড চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা
Logo
logo

আত্মঘাতী গোলে হার এড়াল বার্সেলোনা


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১২:৪৫ পিএম

আত্মঘাতী গোলে হার এড়াল বার্সেলোনা

আবারো পয়েন্ট হারাল বার্সেলোনা। লিগ ম্যাচে রায়ো ভায়েকানোর সঙ্গে করেছেন ১-১ গোলে ড্র। যদিও শুরুতে এগিয়ে গিয়েছিল স্বাগতিক ভায়েকানোই। তবে শেষ দিকে এসে বার্সেলোনাকে আত্মঘাতী গোল উপহার দেয় স্বাগতিকরা।

 

 

পয়েন্ট হারানোয় রিয়াল মাদ্রিদকে টপকে দুইয়ে উঠে আসার সুযোগ কাজে লাগাতে পারল না জাভি এর্নান্দেসের দল। ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তিনে কাতালানরা। এক ম্যাচ কম খেলা জিরোনা ৩৪ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে এবং ৩২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। 

প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে সেভাবে আক্রমণে যেতে পারেনি বার্সেলোনা।

 
বলের দখল নিজেদের পায়ে রাখলেও সুযোগ তৈরি করেছে বেশি ভায়েকানোই। যার সুবাদে গোলও পেয়ে যায় স্বাগতিকরা। ৩৯ মিনিটে উনাই লোপেজ জালের দেখা পান।

 

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালায় বার্সেলোনা।

 
আক্রমণের পর আক্রমণ করেও প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারছিলেন না লেভানদোস্কি, পেদ্রিরা। ৮২ মিনিটে বার্সেলোনাকে গোল উপহার দেয় ভায়েকানো। লেভানদোস্কির শট ভায়েকানো ডিফেন্ডার ফ্লোরিয়ান লেজিউনের গায়ে লেগে জড়িয়ে যায় জালে। এতে হার এড়িয়ে স্বস্তির এক পয়েন্ট পায় বার্সেলোনা।