NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

মঞ্চে গান গাওয়ার সময় ইউক্রেনীয় হামলায় রুশ অভিনেত্রী নিহত


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:১১ এএম

মঞ্চে গান গাওয়ার সময় ইউক্রেনীয় হামলায় রুশ অভিনেত্রী নিহত

ইউক্রেনের সেনাদের হামলায় এক রুশ অভিনেত্রী নিহত হয়েছেন। পূর্ব ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। পলিনা মেনশিখ (৪০) নামের ওই অভিনেত্রী রুশ সেনাদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করছিলেন। রাশিয়ার যে থিয়েটারের হয়ে পলিনা কাজ করতেন তারা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে।

 
 

 

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার বিস্তারিত স্বাধীনভাবে তদন্ত করা যায়নি। তবে দুই পক্ষের সামরিক কর্মকর্তা নিশ্চিত করেছেন, গত ১৯ নভেম্বর ওই অঞ্চলে ইউক্রেন হামলা চালিয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রুশ সামরিক তদন্তকারীর বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, দোনেৎস্ক অঞ্চলে একটি গ্রামে হিমারস ক্ষেপণাস্ত্র দিয়ে একটি স্কুল এবং একটি সাংস্কৃতিক কেন্দ্রে হামলা করা হয়। এতে এক বেসামরিক নিহত হয়।

 
তবে ওই বেসামরিক সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত ছিল। 

 

ইউক্রেনের কমান্ডাররা বলছেন, রাশিয়ান সামরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার ৮১০ সেপারেট নেভাল ইনফ্যান্ট্রি ব্রিগেড লক্ষ্য করে হামলা চালানো হয়।

 
এদিকে উক্রেনের সামরিক কমান্ডার রবার্ট ব্রোভদি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেছেন, হামলায় ২৫ জন নিহত ও ১০০ জনের বেশি আহত হয়েছে।

 

রুশপন্থী টেলিগ্রাম চ্যানেলের অযাচাইকৃত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, সৈন্যদের সঙ্গে গিটার নিয়ে মঞ্চে গান গাইছেন পলিনা মেনশিখ। গানের মাঝে হঠাৎ একটি বিস্ফোরণে কেঁপে ওঠে মঞ্চ।