বড়দের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মারাকানায় ব্রাজিলকে তাদের মাঠেই হারিয়ে এসেছে আর্জেন্টিনা। ইন্দোনেশিয়ায় ছোটেদের বিশ্বকাপেও আর্জেন্টিনার কাছে হেরে গেছে ব্রাজিল। জাকার্তা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিল কিশোরদের ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টাইন কিশোররা।
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলকে তো একাই হারিয়ে দিয়েছেন ক্লাউদিও এচেভেরি।